রবিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ আর সোমবার সকালেই ‘প্রধানমন্ত্রী কিষান নিধি’ তহবিলের প্রায় ২০ হাজার কোটি টাকার ১৭ তম কিস্তি প্রকাশের ফাইলে সই করলেন মোদি ৷ মন্ত্রিসভার ৭২ জন সদস্যকে নিয়ে রবিবার রাষ্ট্রপতি ভবনের লনে প্রধানমন্ত্রী মোদি শপথ নেন ৷ তারপর এদিন সকালেই তিনি সাউথ ব্লকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে যান নরেন্দ্র মোদি ৷ পিএমও-র অন্য়ান্য আধিকারিকদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী ৷ এরপরই তৃতীয় মেয়াদের প্রথম ফাইলে সই করেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, ‘প্রধানমন্ত্রী কিষান নিধি’ প্রকল্পে অনুমোদন দেওয়ার ফলে উপকৃত হবেন প্রায় নয় কোটি তিন লক্ষ কৃষক। তহবিল প্রকাশে স্বাক্ষর করার পরে এদিন মোদি বলেছিলেন, “আমাদের সরকার ‘কিষাণ কল্যাণ’ (কৃষকদের কল্যাণ)-এর জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং, দায়িত্ব নেওয়ার সময় স্বাক্ষরিত প্রথম ফাইলটি এর সঙ্গে সম্পর্কিত হওয়া উপযুক্ত বলেই আমি মনে করি। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করতে চাই।” একই সঙ্গে মোদির এই সিদ্ধান্ত এনডিএ জোটের জয়ের পর কৃষকদের কল্যাণে সরকারের প্রতিশ্রুতিকেই নির্দেশ করে বলে মনে করা হচ্ছে ৷ রাজনৈতিক মহলের দাবি, এবারের ভোটে বেশ কিছু আসনে ধাক্কা খেয়েছে বিজেপি ৷ বিশেষ করে গ্রামীণ ভারতের কিছু অংশে বিজেপির ভোট ব্যাঙ্কে কার্যত ধস নেমেছে। তারপরই মোদির কিষান নিধি প্রকল্পের ফাইল সই করার মধ্য দিয়ে কাজ শুরু করা অন্য ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে ৷
Related Posts
রাজস্থানের আজমির লোকসভা কেন্দ্রে আজ পুনরায় ভোটগ্রহণ
রাজস্থানের আজমির লোকসভা কেন্দ্রের একটি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৭টায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। প্রিসাইডিং অফিসার 17-এ রেজিস্টার (ভোটারদের) হারানোর পরে এবং পুনঃভোট ঘোষণা করার পরে ভারতের নির্বাচন কমিশন 26 এপ্রিল দ্বিতীয় পর্বে এই বুথে অনুষ্ঠিত ভোটকে অকার্যকর ঘোষণা করেছিল। পুনঃভোটের জন্য ব্যাপক নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন দফতরের মুখপাত্র জানিয়েছেন, “আজমির সংসদীয় আসনের […]
‘বিচারব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা হচ্ছে’, প্রধান বিচারপতিকে খোলা চিঠি ২১ জন অবসরপ্রাপ্ত বিচারপতির
লোকসভা নির্বাচনের মুখে বিচার বিভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন দেশের অবসরপ্রাপ্ত বিচারপতিরা ৷ নির্দিষ্ট কিছু চাপ, ভুল তথ্য এবং জনসমক্ষে অবজ্ঞার মাধ্যমে বিচার বিভাগকে দুর্বল করার জন্য কোন কোন মহল থেকে বারবার চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ যা নিয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন সুপ্রিম কোর্ট […]
উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি বগি, মৃত ৪, আহত ২৮
ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। রেল মন্ত্রক সূত্রে খবর, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪জনের এবং আহত ২৮। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য করা হল বিশেষ ব্যবস্থা। সূত্রের খবর অনুযায়ী, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ্যে তিনটি বগির গেট, জানালা […]