রেপো রেট নিয়ে ফের বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া। আম জনতাকে স্বস্তি দিয়ে রেটো রেট একই রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া । শুক্রবার মুদ্রাস্ফীতির কমিটি বৈঠকে বসেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেটের হার কমবে নাকি বাড়বে তা নিয়ে টানাপড়েন চলছিল জনগণের মনে। তবে জনতাকে স্বস্তি দিয়ে রেপো রেট ৬.৫ শতাংশে স্থির রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এই নিয়ে টানা অষ্টম বার রেপো রেট স্থির রাখল আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, ৪:২ অনুপাতে সদস্যরা রেপো রেট স্থির রাখার সিদ্ধান্তেই মতপ্রকাশ করেছেন। কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট স্থির রাখার ফলে গাড়ি, বাড়ির ইএমআই-এর হার অপরিবর্তনশীল রয়েছে। রেপো রেট বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই ইএমআই-এর হার বৃদ্ধি পেত, যা আম জনতার পটেকে টান ফেলত।
Related Posts
‘পশ্চিমবঙ্গে গুন্ডামি করছে বিজেপি’, গেরুয়া শিবিরকে আক্রমণ তেজস্বী যাদবের
পশ্চিমবঙ্গে বিজেপি গুন্ডামি করছে। অভিযোগ তুলে এবার সরব হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার পাটনায় পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন বিহারের বিরোধী দলনেতা। আরজেডি নেতার অভিযোগ, বাংলায় গুন্ডাগিরি করছে বিজেপি। দোকানবাজার থেকে জিনিসপত্র টেনে বার করা হচ্ছে। দোকান-বাজার থেকে জিনিসপত্র লুঠ করা হচ্ছে বলে অভিযোগ তেজস্বীর। লালু পুত্র আরও অভিযোগ, শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে […]
SSC-তে প্যানেল-বহির্ভূত নিয়োগ সম্পূর্ণ জলিয়াতি, ‘অযোগ্য এবং যোগ্য’ বাছাই নিয়েও প্রশ্ন সুপ্রিমকোর্টের, ঝুলে রইল চাকরিহারাদের ভাগ্য!
সন্দেশখালির পর এবার রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের উপর কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট ৷ তবে সাময়িক স্বস্তি পেলেও এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কড়া প্রশ্নের মুখে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কলকাতা হাই কোর্ট তাদের রায়ে জানিয়েছিল, মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই। সেই রায়ে স্থগিতাদেশ দিল […]
মধ্যপ্রদেশে মহিলা জোর করে মদ খাইয়ে প্রকাশ্য রাস্তাতেই ধর্ষণ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
বিজেপি শাসিত রাজ্যে আরও এক ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা এবার প্রকাশ্যে আসল। মদ্যপান করিয়ে রাস্তাতে ধর্ষণ করা হল এক মহিলাকে। মধ্যপ্রদেশের উজ্জয়নে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই মহিলাকে জোর করে মদ্যপান করিয়ে প্রকাশ্য রাস্তাতেই ধর্ষণ করা হয়। এখানেই শেষ নয়, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে ধর্ষণের সেই ভিডিয়ো। বিষয়টি নজরে আসতেই ভিডিও দেখে […]