ফের ভোট হবে মণিপুরে ৷ ১৯ এপ্রিল মণিপুরের কয়েকটি বুথে অশান্তির ঘটনা ঘটে ৷ এমনকী গুলি চালানো হয় ৷ তাতে ভোটাররা ভয় পেয়ে পালিয়ে যান ৷ আবার রিগিং করা, ইভিএম মেশিন ভাঙচুর করা হয় ৷ এরপর শনিবার মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘোষণা করেছেন, ২২ এপ্রিল, আগামিকাল ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের ১১টি বুথে পুনর্নির্বাচন হবে ৷ তবে নির্বাচন কমিশন প্রথম দফায় মণিপুরের ভোটগ্রহণ বাতিল করেছে৷ এরপর পুনর্নির্বাচনের দিন ঘোষণা হল ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোটের দিন খুরাই বিধানসভার অন্তর্গত মৈরাংকাম্পু সাজিব এবং থংগাম লেইকাই বুথে, খেত্রিগাওয়ের 4টি বুথে এবং থংজুর একটি বুথে অশান্তির ঘটনা ঘটে৷ এই এলাকাগুলি পূর্ব ইম্ফল জেলার অন্তর্গত ৷ এছাড়া পশ্চিম ইম্ফল জেলার উরিপকে ৩টি বুথে এবং কোনথৌজ্যামের একটি বুথে ঝামেলা হয় ৷ ১৯ এপ্রিল দেশজুড়ে 102টি আসনে ভোট হয় ৷ এদিন মণিপুরের ইনার মণিপুর এবং আউটার মণিপুরেও ভোট ছিল ৷
Related Posts
‘আজ তো ট্রায়ালে এসেছি, ফাইনাল তো আভি বাকি হ্যায়!’ অসমে সরকার গঠনের ডাক মমতার
বাংলা ছেড়ে লোকসভা ভোটের প্রচারে এবার অসমের শিলচরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই নরেন্দ্র মোদিকে আক্রমণ শানালেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কখনও কখনও ভয় দেখিয়ে টাকার বান্ডিল দিয়ে দেবে। রোজ রোজ ভয় কেন? কাকে ভয় পাবেন? এবার যদি মোদি কোনও ভাবে জিতে যায়, দেশে কোনও গণতন্ত্র থাকবে না। দেশকে বেঁচে দেবে। আপনার চমকানি, […]
ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে মোদি সরকারকে তোপ মল্লিকার্জুন খাড়গের
ফের এক রেল দুর্ঘটনার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। এবার চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী এক্সপ্রেসে ঘটে গিয়েছে দুর্ঘটনা। উত্তর প্রদেশের গোন্ডায় এই দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনায় প্রাথমিকভাবে ২ জনের মৃত্যু ও ২০ জনের আহত হওয়ার ঘটনা ঘটে। এই রেল দুর্ঘটনা নিয়ে মোদি সরকারকে নিশানা করে একের পর এক তোপ দাগেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মল্লিকার্জুনের সাফ দাবি, ‘ […]
রণকৌশল ঠিক করতেই শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে তৃণমূল
শেয়ার কেলেঙ্কারি ইস্যুতে সোমবার মুম্বই পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। ইতিমধ্যেই শেয়ার কেলেঙ্কারি নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। শরদ পাওয়ারের সঙ্গে এই নিয়ে এক প্রস্থ বৈঠক করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়,সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। মঙ্গলবারই মুম্বইয়ের সেবি অফিসে যাবেন তাঁরা। সেবি অফিসে যাওয়ার আগেই শরদ পাওয়ারের সঙ্গে মিটিং সারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের আরও দুই সাংসদ। মঙ্গলবার বেলা ১০:৪৫ মিনিট […]