আরজিকর কাণ্ডে ময়নাতদন্তে তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল প্রথম থেকেই। এবার সেই প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন আরজিকর হাসপাতালের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক-চিকিৎসক অপূর্ব বিশ্বাস। রবিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তিনি জানালেন, তড়িঘড়ি ময়নাতদন্ত করতে চাপ দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর। ‘রক্তগঙ্গা’ বওয়ানোর হুমকি দিয়েছিলেন তিনি। তবে কোন ওয়ার্ডের কাউন্সিলর সেই ব্যক্তি, তা জানাতে পারেননি ফরেনসিক মেডিসিনের অধ্যাপক। কলকাতার সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে তদন্তে সক্রিয় সিবিআই। রবিবারও হাসপাতালের প্রশাসনিক ভবনে তল্লাশি চালিয়েছে তাঁরা। বিরূপাক্ষ বিশ্বাস-সহ হাসপাতালের তিন চিকিৎসককে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। তাঁদের মধ্যে ছিলেন ফরেনসিক মেডিসিনের অধ্যাপক-চিকিৎসক। হাজিরার পর সন্ধেয় সিবিআই দপ্তর থেকে বেরিয়ে আসার সময় বিস্ফোরক দাবি করলেন তিনি। অপূর্ব বিশ্বাসের কথায়, “নিজেকে নির্যাতিতার কাকা পরিচয় দেওয়া এক্স কাউন্সিলর একজন ছিলেন। তিনিই বলেছিলেন, ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে।” তবে ওই ‘কাকা’ নির্যাতিতার রক্তের সম্পর্কের কেউ নয় তা স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসক। তাঁর এই দাবির পরই উঠছে একাধিক প্রশ্ন। উল্লেখ্য, ‘অভয়া’র ময়নাতদন্ত নিয়ে লাগাতার প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। তাড়াহুড়ো করে ময়নাতদন্ত হয়েছে বলেও বার বার দাবি করা হয়েছে। অভিযোগ উঠেছে, রাজনীতির চাপ নিয়েও। এর মাঝেই এদিন ফরেনসিক অধ্যাপকের এই দাবি পর প্রশ্নের সংখ্যা আরও বাড়ল। কে এই ‘কাকা’? তাঁর পরিচয় ঘিরে বাড়ছে ধোঁয়াশা। কেন তিনি দ্রুত ময়নাতদন্তের চাপ দিয়েছিলেন?
Related Posts
দাবি এক, দফা এক – ‘ধর্ষণ বিরোধী আইন’, ফের সরব অভিষেক
আর জি কর-কাণ্ডের পর থেকেই ধর্ষণ রোধে কড়া আইনের পক্ষে আওয়াজ তুলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার, মেয়োরোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও এই দাবিতে গর্জে উঠলেন অভিষেক। অভিষেক সাফ জানান, দাবি এক দফা এক-ধর্ষণ বিরোধী আইন। বিস্ফোরক অভিযোগ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আসলে কড়া আনলে বিজেপি-র নেতাদেরই সমস্যা […]
বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির পূর্বাভাস !
দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। উৎসবের আনন্দ মাটি করে দিতে পারে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে সেটি কতটা শক্তিশালী এবং এর অভিমুখ কোন দিকে থাকবে, তা এখনও স্পষ্ট নয়। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে […]
‘ব্যবসার জন্য কেউ ওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না,’ আর্জি নির্যাতিতার বাবার
আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। তবে ঘটনার ১৪ দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ছাড়া দ্বিতীয় কেউ এই ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হয়নি। বর্তমানে ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু, সেভাবে অগ্রগতি দেখতে না পেয়ে হতাশা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা-মা। তারা তদন্তকারী সংস্থার কাছে দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করার […]