কর্মবিরতি চলবে। সুপ্রিম নির্দেশের পরেও নিজেদের অবস্থানে অনড় আরজি কর হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আরজি করের পাশাপাশি বাংলার সব মেডিক্যাল কলেজে কর্মবিরতি চলবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আন্দোলনরত চিকিৎসকদের তরফে জানানো হয়, কর্মবিরতি তাঁরা তুলছেন না। হাসপাতালের জরুরি বিভাগ যেমন চালু ছিল, তেমন চালু থাকবে। তবে নন-এমার্জেন্সি বিভাগে কর্মবিরতি তাঁরা চালিয়ে যাবেন। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনার পর থেকেই কর্মবিরতি চালিয়ে আসছেন জুনিয়র ডাক্তাররা। এর আগে মুখ্যমন্ত্রীর এবং স্বাস্থ্য সচিবের তরফে ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য বলে। তবে, নিজেদের দাবিতে অনড় রয়েছেন চিকিৎসকরা। এর আগে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছিলেন, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। শীর্ষ আদালতে এদিন স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। আরজি করে হামলার ঘটনা নিয়েও স্টেটাস রিপোর্ট জমা দেয় রাজ্য। আরজি করের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যে CISF মোতায়েন করা হয়েছে।তবে, চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ জানালেও সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দেয়, কর্মবিরতি করার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। সুপ্রিম কোর্টের শুনানির পর আন্দোলনরত চিকিৎসকদের জেনারেল বডির মিটিং হয়। মিটিং শেষে কর্মবিরতি চলবে বলেই সিদ্ধান্ত গৃহীত হয়।
Related Posts
আচমকাই প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
আচমকাই প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। ১১ জুনের বৈঠকের ফল জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই আজ, বৃহস্পতিবার রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আজ দুপুর আড়াইটে থেকে বৈঠক৷ সরকারি জমি জবরদখল করার অভিযোগ উঠলে আর রেয়াত করা হবে না। গত সপ্তাহে নবান্নে জরুরি বৈঠক করে এই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন […]
নবান্নে জরুরি বৈঠকে ডিজি রাজীব কুমার, ‘মেয়েদের রাত দখল’ প্রতিবাদ কর্মসূচী ঘিরে সতর্ক রাজ্য পুলিশ
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে নির্মম অত্যাচার করে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্বাধীনতা দিবসের আগের রাতে ‘মেয়েদের রাত দখলের’ ডাক দিয়েছেন মহিলা নাগরিকদের একাংশ৷ এবার সেই কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে নবান্নে জরুরি বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ বুধবার রাতের নিরাপত্তা নিয়ে […]
‘তুই জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করব’, মাঝরাতে হুমকি ফোন পেলেন দমদমের সাংসদ সৌগত রায়
ক্লাবঘরের মধ্যে হাত–পা ধরে চ্যাংদোলা করে ঝুলিয়ে মার। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কামারহাটির সেই ঘটনায় বুধবারই জেলবন্দি জয়ন্ত সিংকে আবার হেফাজতে নিয়েছে পুলিশ। তারপরই মাঝরাতে হুমকি ফোন পেলেন বলে দাবি করেছেন দমদমের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। আড়িয়াদহের মা–ছেলের উপর নির্মম অত্যাচারের ঘটনায় গ্রেফতার হয়েছে এলাকার ত্রাস জয়ন্ত সিং। তবে তাকে […]