আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর তাতে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করলেও তদন্ত করছে সিবিআই। তাই মূল অভিযুক্ত সঞ্জয় রায় এখন সিবিআই হেফাজতে। সেখানে তাকে দফায় দফায় জেরা করা হয়েছে। শুক্রবার তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তবে সিবিআই যে রিমান্ড নোট গতকাল আদালতে দিয়েছে সেখান থেকে জানা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে একজনই জড়িত। আর সে সঞ্জয় রায়। এখানে কোনও গণধর্ষণের ঘটনা ঘটেনি। সুতরাং এতদিন সোশ্যাল মিডিয়ায় যা দাবি করা হলে সেটা স্রেফ গুজব। এবার পলিগ্রাফ পরীক্ষা হবে সঞ্জয় রায়ের। এই পরীক্ষায় সম্মতির বিষয়ে বিচারক তার কাছে জানতে চেয়েছিলেন। সঞ্জয়ের জবাব ছিল, ‘আমি নির্দোষ। আমি কিছু করিনি। আমাকে নিশানা করা হয়েছে। এই পরীক্ষা হয়তো তার জন্য। আমি যে নির্দোষ এই পরীক্ষায় হয়তো তা প্রমাণ হবে।’ সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার পলিগ্রাফ পরীক্ষা সম্পর্কে বুঝিয়ে ছিলেন অভিযুক্তকে। তারপরও এমন মন্তব্য বেশ চাপে ফেলে দেয় সিবিআইকে। নির্যাতিতার পরিবারও গণধর্ষণের দাবি করেছিলেন। কিন্তু তা উড়িয়ে দিয়েছে সিবিআই। তাদের দাবি, এই ঘটনা একাই ঘটিয়েছে সঞ্জয়। ১০ দিন কেটে গেলেও সিবিআই এখনও এমন কোনও তথ্য পায়নি, যেটা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। সিবিআই আদালতে দাবি করেছে, মিথ্যা কথা বলছে সঞ্জয় রায়। হেফাজতে থাকাকালীন নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তের অভিমুখ ঘোরাতে চাইছে সে। সত্যিটা ঠিক কী? এটা খুঁজে বের করতেই এবার সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করতে চায় সিবিআই। সিবিআই এবং সিট দু’জনেরই দাবি, সঞ্জয় আগে অপরাধের কথা স্বীকার করেছে। সিসিটিভি ফুটেজ এবং কিছু সরঞ্জাম হাতে এসেছে। এই সিসিটিভি ফুটেজের সঙ্গে সঞ্জয়ের দেওয়া বয়ানের মিল পাওয়া যায়নি। এই মূল অভিযুক্তকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। তাহলে সিবিআই করল কী? উঠছে প্রশ্ন।
Related Posts
ভুয়ো পরীক্ষার্থী রুখতে মাধ্যমিকের রেজিস্ট্রেশনে গাইডলাইন জারি পর্ষদের
মাধ্যমিকের রেজিস্ট্রেশন ত্রুটি মুক্ত করতে এবার গাইডলাইন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে স্কুলগুলিকে একাধিক কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভুয়ো পরীক্ষার্থী রুখতে এই পদক্ষেপ নিয়েছে পর্ষদ। সোমবার, ১৫ জুলাই থেকে শুরু হয়েছে মাধ্যমিকের জন্য অনলাইন রেজিস্ট্রেশন। পর্ষদের কর্তা-ব্যক্তিদের দাবি, গত বছরের অফলাইন রেজিস্ট্রেশনে একাধিক ত্রুটি ধরা পড়েছিল। সেখানে দেখা যায়, বহু স্কুল অন্য শিক্ষা […]
আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কলকাতা ও বারসতে বিক্ষোভ মিছিল বাম সংগঠন গুলির
আরজি করের পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে উত্তপ্ত রাজনৈতির মহল ৷ মঙ্গলবার কলকাতা ও উত্তর ২৪ পরগনার বারসতে দফায় দফায় বিক্ষোভ দেখাল সিপিএম ও শ্রমিক সংগঠন সিটু ৷ সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর জেলাশাসক দফতরের অভিযান ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি বাঁধল বারাসতে। কলকাতার মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ, এআইটিইউসি, এআইসিসিটিইউ, এআইইউটিইউসি, টিইউসিসি, এইচএনএস, আইএনটিইউসি, ইউটিইউসি’র নেতৃবৃন্দ। আরজি করে পড়ুয়া […]
বিবাদী বাগে ব্যাঙ্কশাল কোর্টের পিছনে বহুতলে ভয়াবহ আগুন
বিবাদী বাগে ব্যাঙ্কশাল কোর্টের পিছনে ৫ নম্বর গার্স্টিন প্লেসে ভয়াবহ আগুন। পুরনো সেই বহুতলের ওপরের তলা নাকি ইতিমধ্যেই আগুনে পুরোপুরি পুড়ে গিয়েছে। কাকভোরের এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে দমকল নাকি দেরিতে পৌঁছায় ঘটনাস্থলে। দমকলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এরই মাঝে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত […]