‘এবার ডাক্তাররা কাজে ফিরুন’, আন্দোলনকারী চিকিৎসকদের আবার অনুরোধ রাজ্যে স্বাস্থ্য সচিবের

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার এখন তদন্ত করছে সিবিআই। এই অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর নাগরিক সমাজের পথে নামা এবং আরজি কর হাসপাতাল ভাঙচুর করার ঘটনা সকলেই দেখেছেন। তারপর থেকে চলছে লাগাতার আন্দোলন। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন চিকিৎসকদের কাজে ফিরতে। কিন্তু লাভ হয়নি। আজ, শুক্রবার আবার আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানালেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। আরজি কর হাসপাতালের ঘটনায় গ্রেফতার হওয়া সঞ্জয় রায়কে আজ, শুক্রবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। কিন্তু তদন্ত কতদূর এগোলো?‌ এই প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তাররা। তাই আজ তাঁরা সিবিআই দফতরে যান বিষয়টি জানতে। এই আবহে সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যসচিব জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। তাই এবার রোগী স্বার্থের কথা ভেবে অবিলম্বে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগদানের অনুরোধ করছি।

error: Content is protected !!