সাত সকালেই বিপত্তি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পর পর একাধিক লড়ির সংঘর্ষ, স্তব্ধ হয়ে পড়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটি লেন। বন্ধ এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টগামী লেন। দক্ষিনেশ্বরগামী লেন দিয়েই আপাতত চালানো হচ্ছে গাড়ি। জানা গেছে, এদিন সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগর থেকে একটি ট্রলার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠছিল। সেই সময় ট্রলারটিকে দেখে থেমে যায় এয়ারপোর্টগামী একটি লরি। আর সেই লরির পেছনে থাকা আরও একটি লরি সামনের ওই লরিটিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনা ঘটার পরই আটকে পড়ে ওই লেন দিয়ে গাড়ি চলাচল। দুর্ঘটনায় লরিতে থাকা এক খালাসীর শরীরের একটি অংশ পুরোপুরি আটকে পড়ে। এরপরই ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দা-সহ অন্যান্য চালকেরা। তাঁকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। এই দুর্ঘটনার ফলে এয়ারপোর্টগামী লেন বন্ধ হয়ে তৈরি হয় চরম যানজট। পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে দক্ষিণেশ্বরগামী লেন দিয়েই দু’দিকের গাড়ি চালানো হচ্ছে। ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
Related Posts
সাতসকালে হাওড়ার জগৎবল্লভপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব
হাওড়ার জগৎবল্লভপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ঘূর্ণিঝড়ের দাপটে উপড়ে গেল বহু গাছ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ক্ষতিগ্রস্ত জগৎবল্লভপুরের একাংশ। দশ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হাওড়া জগৎবল্লভ পুরের পতিহলে। একাধিক গাছ পরে বিপত্তি, বাড়ির ওপর পড়ল গাছ। উড়ল বাড়ি ও কারখানার চাল। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে দেখা গিয়েছে গ্রামের প্রচুর বাড়ির চাল উড়ে গিয়েছে বহুদূর। মাটির দেওয়ালে […]
প্রয়াত চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং মেয়র অশোক সাউ
প্রয়াত হলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাউ। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন এই রাজনীতিক। বুধবার ভোরে তিনি গুরুতর অসুস্থবোধ করেন। তড়িঘড়ি চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অশোক সাউ। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন […]
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেট হচ্ছে ২৫ লাখ টাকা’, অশালীন মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেট হচ্ছে ২৫ লাখ টাকা’। এমনই মন্তব্য করার অভিযোগ উঠল ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের অভিযোগে যখন উত্তাল রাজ্য, সেই আবহেই বুধবার একটি ভিডিও দেখিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘রেট’ বেঁধে দিচ্ছেন ওন্দার বিজেপি বিধায়ক। আর […]