ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বোন ও তাঁর স্বামী। ধানবাদের নিসারায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পঙ্কজ ত্রিপাঠির শ্যালক রাজেশের। অন্যদিকে তাঁর বোন সবিতা তিওয়ারির অবস্থা গুরুতর। সবিতা তিওয়ারিকে ধানবাদের SNMMCH হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। বলা হচ্ছে, পঙ্কজ ত্রিপাঠির বোন ও জামাইবাবু তার সুইফট গাড়িতে বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঝাড়খণ্ডের ধানবাদের নিসারায় NH 19-এ তার গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি সামনের দিক থেকে দু’ভাগ হয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন দু’জনকে গাড়ি থেকে বের করে। কিন্তু ততক্ষণে রাজেশ তিওয়ারির মৃত্যু হয়েছে। অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠীর বোন সবিতা তিওয়ারি মাথায় আঘাতের কারণে গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের SNMMCH হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার চিকিৎসক দল তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে। জানা গিয়েছে, রাজেশ তিওয়ারি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। রাজেশ তিওয়ারি, ভারতীয় রেলে চাকরি করতেন এবং চিত্তরঞ্জনে পোস্টেড ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তিনি নিজের গ্রাম থেকে চিত্তরঞ্জনে ফিরে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
Related Posts
সলমনের অপেক্ষায় ‘বজরঙ্গি ভাইজান ২’, তৈরি চিত্রনাট্য
হিন্দি সিনেমার জগতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবির পর কবে তার সিক্যুয়েল আসবে এরই অপেক্ষায় ছিলেন সলমন অনুরাগীরা ৷ তাঁদের জন্য সুখবর ৷ অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে ৷ ‘বজরঙ্গি ভাইজান ২’-এর চিত্রনাট্য তৈরি রয়েছে ৷ শুধু সলমন খানের হ্যাঁ-এর অপেক্ষায় ৷ ভাইজান দুবাই থেকে ফিরলেই তাঁকে চিত্রনাট্য শোনাবেন নির্মাতারা ৷ এরপরই […]
স্তব্ধ টলিপাড়া, জট কাটাতে নবান্নে বৈঠকে গৌতম-প্রসেনজিৎ-দেব
কলকাতাঃ টলিপাড়ায় অব্যাহত অচলাবস্থা। পরিচালক-প্রযোজক এবং ফেডারেশন, টেকনিশিয়ানরা সারলেন বৈঠক দফায় দফায়। তবু মেলেনি রফাসূত্র। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে নবান্নে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষ। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টলিপাড়ার শুটিং বন্ধের পরিস্থিতি তুলে ধরেন তাঁরা। সেই বৈঠকের পরই আশার আলো দেখছে গোটা টলিউড। বৈঠকের পর নিজের […]
আর্টিস্ট ফোরামের ডাকা গণ অবস্থানে যোগ দিলেন দেব
একজোট হয়ে অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে সরব বাংলার তারকারা। আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান হয়। তাতেই পাশাপাশি দেখা যায় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবিতে সরব হন দেব। শহরে ছিলেন […]