ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত পঙ্কজ ত্রিপাঠীর শ্যালক, গুরুত্বর আহত অভিনেতার বোন ও তাঁর স্বামী

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বোন ও তাঁর স্বামী। ধানবাদের নিসারায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পঙ্কজ ত্রিপাঠির শ্যালক রাজেশের। অন্যদিকে তাঁর বোন সবিতা তিওয়ারির অবস্থা গুরুতর। সবিতা তিওয়ারিকে ধানবাদের SNMMCH হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। বলা হচ্ছে, পঙ্কজ ত্রিপাঠির বোন ও জামাইবাবু তার সুইফট গাড়িতে বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।  বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঝাড়খণ্ডের ধানবাদের নিসারায় NH 19-এ তার গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি সামনের দিক থেকে দু’ভাগ হয়ে যায়।  ঘটনার পর স্থানীয় লোকজন দু’জনকে গাড়ি থেকে বের করে।  কিন্তু ততক্ষণে রাজেশ তিওয়ারির মৃত্যু হয়েছে। অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠীর বোন সবিতা তিওয়ারি মাথায় আঘাতের কারণে গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের SNMMCH হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার চিকিৎসক দল তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে। জানা গিয়েছে, রাজেশ তিওয়ারি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। রাজেশ তিওয়ারি, ভারতীয় রেলে চাকরি করতেন এবং চিত্তরঞ্জনে পোস্টেড ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তিনি নিজের গ্রাম থেকে চিত্তরঞ্জনে ফিরে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

error: Content is protected !!