ফের বিয়ের পিঁড়িতে রুপাঞ্জনা, সকাল থেকে শুরু অনুষ্ঠান

আবার বিয়ের পিঁড়িতে রূপাঞ্জনা মিত্র। অভিনেত্রীর সাড়ে ছ’বছরের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। সকাল থেকেই শুরু হয়েছে বিয়ের নানান আচার অনুষ্ঠান। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল তাঁদের আইবুড়ো ভাত ছিল। ছেলে রিয়ানও ছিল সেই অনুষ্ঠানে। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বিয়ের নানান রীতি। একদম সকাল সকাল সেরেছেন নান্দীমুখের (বৃদ্ধি) অনুষ্ঠান। নান্দীমুখে হাতে শাঁখা-পলা ও হাল্কা সুবজ রঙের সুতির শাড়িতে সেজে উঠেছিলেন রূপাঞ্জনা। অন্যদিকে, রাতুলের পরনে ছিল ঘিয়ে রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। শুক্রবার বিকাল সাড়ে চারটেতে নিউটাউনের একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে বিয়ে সারবেন অভিনেত্রী। প্রথাগত কার্ড নয় বরং ই-কার্ডের মাধ্যমেই অতিথিদের নিমন্ত্রণ জানিয়েছেন তিনি।

error: Content is protected !!