প্রকাশ্যে ‘রুসলান’-এর ট্রেলার

অবশেষে প্রকাশ্যে এল আয়ুশ শর্মা অভিনীত ‘রুসলান’ ছবির ট্রেলার। ছবিতে অ্যাকশন এবং আবেগকে নিপুণভাবে একত্রিত করা হয়েছে। ট্রেলার থেকেই ছবির গল্পের অনন্যতা বেশ বোঝা যাচ্ছে। আয়ুশের শ্যালক এবং সুপারস্টার সলমন খান ট্রেলারটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভাইজান লিখেছেন, ‘আয়ুশ, রুসলান-এর জন্য যে কঠোর পরিশ্রম, প্রচেষ্টা এবং নিবেদন রয়েছে তা দেখতে পাচ্ছেন, যাই হোক না কেন শুধু তোমার সেরাটা দিতে থাকো। কঠোর পরিশ্রম সবসময় প্রতিফলিত হব। ঈশ্বর আশীর্বাদ করুন এবং তোমার সব ভাল চান। ২৬ এপ্রিল ২০২৪ সিনেমা হলে গর্জন করছে’। রুসলানে আয়ুসকে একজন সঙ্গীত শিক্ষকের ভূমিকায় দেখা যাবে। তবে সেখানেও রয়েছে একটা টুইস্ট। যা ছবি মুক্তির পরেই জানা যাবে। ট্রেলারে দেখা যাচ্ছে আয়ুষকে মারধর ও নির্যাতন করা হচ্ছে। ভয়েস-ওভারে, আয়ুষ বলেছেন যে যখন কেউ তাদের পরিচয়ের জন্য লড়াই করে, তখন তারা হয় সবকিছু হারায় বা তারা নিশ্চিত করে যে সবাই তাদের নাম মনে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!