অবশেষে প্রকাশ্যে এল আয়ুশ শর্মা অভিনীত ‘রুসলান’ ছবির ট্রেলার। ছবিতে অ্যাকশন এবং আবেগকে নিপুণভাবে একত্রিত করা হয়েছে। ট্রেলার থেকেই ছবির গল্পের অনন্যতা বেশ বোঝা যাচ্ছে। আয়ুশের শ্যালক এবং সুপারস্টার সলমন খান ট্রেলারটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভাইজান লিখেছেন, ‘আয়ুশ, রুসলান-এর জন্য যে কঠোর পরিশ্রম, প্রচেষ্টা এবং নিবেদন রয়েছে তা দেখতে পাচ্ছেন, যাই হোক না কেন শুধু তোমার সেরাটা দিতে থাকো। কঠোর পরিশ্রম সবসময় প্রতিফলিত হব। ঈশ্বর আশীর্বাদ করুন এবং তোমার সব ভাল চান। ২৬ এপ্রিল ২০২৪ সিনেমা হলে গর্জন করছে’। রুসলানে আয়ুসকে একজন সঙ্গীত শিক্ষকের ভূমিকায় দেখা যাবে। তবে সেখানেও রয়েছে একটা টুইস্ট। যা ছবি মুক্তির পরেই জানা যাবে। ট্রেলারে দেখা যাচ্ছে আয়ুষকে মারধর ও নির্যাতন করা হচ্ছে। ভয়েস-ওভারে, আয়ুষ বলেছেন যে যখন কেউ তাদের পরিচয়ের জন্য লড়াই করে, তখন তারা হয় সবকিছু হারায় বা তারা নিশ্চিত করে যে সবাই তাদের নাম মনে রেখেছে।
Related Posts
হৃদরোগে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
সূত্রের খবর, মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার অভিনেতা। ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়ের হার্টে ব্লকেজ মিলেছে, আপতত হাসপাতালে ভর্তি তিনি। জানা গেছে, মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা, সেখান থেকে দেরাদুনের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শুরুতে আইসিইউ-তে ভর্তি ছিলেন। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তাই জেনারেল বেডে দেওয়া হয়েছে। আপতত কিছু হাসপাতালেই থাকতে হবে […]
সলমান খানের বাড়িতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার গুজরাত থেকে দুই বন্দুকবাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম ভিকি সাহেব গুপ্ত এবং সাগর পাল। দু’জনেই আদতে বিহারের বাসিন্দা। সলমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত বলিউডের অন্য তারকারাও।মঙ্গলবার এই ঘটনায় দু’জন গ্রেফতার হতেই সলমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অভিনেতার বাড়ি […]
বৃষ্টিস্নাত সকালে পার্কস্ট্রিটে কাজল
বেশ কয়েকদিন ধরেই বাংলায় রয়েছেন কাজল। বিশাল ফুরিয়া পরিচালিত তাঁর আগামী ছবি ‘মা’-র শুটিং চলছে।বৃষ্টিভেজা মেঘলাদিনে সকাল সকাল পার্কস্ট্রিটে দেখা মিলল অভিনেত্রী কাজলের। তবে তিনি একা নন, এদিন কাজলের সঙ্গে ছিলেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। কাজলের পরনে গোলাপি রঙের জাম্পশুট, চোখে রোদচশমা। পার্কস্ট্রিটে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। ফ্লুরিজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন অভিনেত্রী। তাঁর জন্য সকাল থেকে […]