মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন ‘স্টাইল’ খ্যাত অভিনেতা সাহিল খান। জানা গিয়েছে, ছত্তিসগড় থেকে বলিউড অভিনেতা তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। রবিবার তাঁকে শিন্ডেওয়াড়ি-দাদর আদালতে পেশ করা হয়েছিল। সেখানেই আগামী পয়লা মে অবধি সাহিল খানকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত তিন রাত জেলেই কাটাতে হবে অভিনেতা সাহিলকে। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “দেশের আইনব্যবস্থা এবং মুম্বই পুলিশের উপর আমার আস্থা রয়েছে। সত্যিটা সামনে আসবেই।” সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের মাতুঙ্গা থানায় অভিনেতা সাহিল খানের নামে এফআইআর দায়ের হয়। অভিযোগ, এই অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লাভ করেছেন অভিনেতা।
Related Posts
২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল-প্রভু দেবা
২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল-প্রভু দেবা। নেপথ্যে তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পলাপতি। এই অ্যাকশন থ্রিলার ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করবেন চরণ তেজ। জানা গিয়েছে, বড় বাজেটের এই ছবিতে এক ঝাঁক অভিনেতার দেখা মিলবে। কাজল ও প্রভু ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ, সংযুক্ত মেনন, আদিত্য শীল। পাশাপাশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির […]
‘নাটকের জগৎ থেকে পুরস্কার ফেরানো এক ব্যক্তি বামফ্রন্টের প্রার্থী ছিলেন’ সরব ব্রাত্য বসু
আরজিকরের ঘটনায় নাট্যকার এবং শিল্পীদের পুরস্কার প্রত্য়াখ্যান নিয়ে এবার কটাক্ষ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। নিজের অবস্থান স্পষ্ট করেই এদিন তিনি বলেন, জাতীয় স্তরে এমন কোনও ঘটনা ঘটলে, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার ফেরাবেন কি না।আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় বাংলার নাট্যজগতের শিল্পীদের অনেকেই রাজ্য সরকারের থেকে প্রাপ্ত পুরস্কার […]
টুলুস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ’12th Fail’
বিধু বিনোদ চোপড়া পরিচালিত বিক্রান্ত ম্যাসি এবং মেধা শঙ্কর অভিনীত ’12th Fail’ ছবিটি টুলুজ ফিল্ম ফেস্টিভ্যালের ৯তম সংস্করণে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। ছবির প্রযোজক-পরিচালক বিধু বিনোদ চোপড়ার টিম এ তথ্য জানিয়েছেন। ইনস্টাগ্রামে এই খবর প্রকাশ করে লেখা হয়েছে, ’12th Fail টুলুজ ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় সিনেমা বিভাগে সেরা চলচ্চিত্রের খেতাব পেয়েছে। এই ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ। […]