প্রতি বছর ঈদে নিজের ছবি নিয়ে প্রেক্ষেগৃহে হাজির হন সকলের প্রিয় ভাইজান সলমন খান। তবে এবারে ঈদের দিনে সলমনের কোনও ছবি মুক্তি পেল না। কিন্তু প্রিয় অনুরাগীদের এক্কেবারে খালি হাতে ফেরালেন না ভাইজান। আগামী বছর ঈদের দিনে মুক্তি পাবে তার পরবর্তী ছবি ‘সিকন্দর’। নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করলেন সল্লু ভাই। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে সলমান প্রধান চরিত্রে অভিনয় করবেন। ছবিটি প্রযোজনা করবে সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। সলমন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে ‘সিকন্দর’-এর পোস্টার শেয়ার করে ভক্তদের ঈদের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি এবং তাদের অক্ষয় কুমার-টাইগার শ্রফ অভিনীত বাড়ে মিয়াঁ ছোট মিয়ার পাশাপাশি থিয়েটারে অজয় দেবগনের ময়দান দেখতে বলেছেন। তিনি লিখেছেন, ‘ইস ঈদ বাড়ে মিয়াঁ ছোট মিয়া অর ময়দান কো দেখা অর আগলি ঈদ সিকান্দার সে আ কর মিলো… সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা! #সাজিদ নাদিয়াদওয়ালা #সিকান্দার উপস্থাপন করেছেন। @a.r.murugadoss দ্বারা পরিচালিত’। খুব শীঘ্রই শুটিং ফ্লোরে যাবে ‘সিকন্দর’।
Related Posts
ফের বিয়ের পিঁড়িতে রুপাঞ্জনা, সকাল থেকে শুরু অনুষ্ঠান
আবার বিয়ের পিঁড়িতে রূপাঞ্জনা মিত্র। অভিনেত্রীর সাড়ে ছ’বছরের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। সকাল থেকেই শুরু হয়েছে বিয়ের নানান আচার অনুষ্ঠান। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল তাঁদের আইবুড়ো ভাত ছিল। ছেলে রিয়ানও ছিল সেই অনুষ্ঠানে। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বিয়ের নানান রীতি। একদম সকাল সকাল সেরেছেন নান্দীমুখের (বৃদ্ধি) অনুষ্ঠান। নান্দীমুখে […]
সাত পাকে বাঁধা পড়লেন অদিতি-সিদ্ধার্থ
সাত পাকে বাঁধা পড়লেন অদিতা রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷ প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের প্রথম ছবি ৷ একেবারে সাদামাটা ভাবে তাঁদের বিয়ের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া ৷ ইতিমধ্যেই অনুরাগী-সহ বলিউডের তারকারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে ৷ সোমবার অদিতি বিয়ের একাধিক ছবি শেয়ার করেন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ৷ ক্যাপশনে লেখেন, “তুমি আমার সূর্য, আমার চাঁদ, […]
জিমে শরীরচর্চা করতে গিয়েই হাঁটুতে চোট পেলেন অভিনেত্রী ক্রিস্টেল ডিসুজা
দুর্ঘটনার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেল ডিসুজা৷ সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যা দেখে স্বভাবতই মন খারাপ ভক্তদের৷ ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী৷ হাঁটুতে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো৷ জিমে শরীরচর্চা করতে গিয়েই হাঁটুতে চোট পেয়েছেন অভিনেত্রী৷ অভিনেত্রীর আহত হওয়ার খবর শুনে সকল অনুরাগীরাই চিন্তিত হয়ে পড়েছেন৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, জিমে […]