বিগ বস ওটিটি সিজন ৩-এ হোস্ট হিসাবে দেখা যাবে না সলমান খানকে। শো শুরুর আগেই দর্শকদের জন্য এল এই দুঃসংবাদ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে অভিনেতা তাঁর আসন্ন ছবির শ্যুটিংয়ের জন্য শো-তে থাকতে পারবেন না। তাঁর পরিবর্তে, অভিনেতা অনিল কাপুর এই সিজন হোস্ট করতে চলেছেন। এই মুহূর্তে ভাইজান এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবির জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন। বিগ বস ওটিটি হোস্টিং দায়িত্ব না নেওয়ার এটাই একটা কারণ। শো-এর নির্মাতারা প্রচারের মাধ্যমে হোস্ট পরিবর্তন সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার, জিও সিনেমা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শো-এর সম্প্রচার হওয়ার কথা বলেছে। সেখানে জানা গিয়েছে, বিগ বস ওটিটি আগামী জুন মাসে আসবে। প্রচার শেষ হয় একটি ভয়েসওভার দিয়ে। যেখানে শোনা যায় ‘এই সিজন হবে একদম ঝাকাস’। ‘ঝাকাস’ শব্দটি অনিল কাপুরের সঙ্গে যুক্ত।
Related Posts
বিখ্যাত আমেরিকান কৌতুক অভিনেতা জো ফ্ল্যাহার্টির জীবনাবসান
প্রয়াত হলেন বিখ্যাত আমেরিকান কৌতুক অভিনেতা জো ফ্ল্যাহার্টি। ৮২বছর বয়সে গুরুতর অসুস্থ হয়ে ২ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মেয়ে গুদরান এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন। ফ্ল্যাহার্টির মৃত্যুতে, ‘হ্যাপি গিলমোর’ ছবিতে তার সঙ্গে কাজ করা অভিনেতা অ্যাডাম স্যান্ডলার ইনস্টাগ্রামে তাকে একটি আবেগপূর্ণ শ্রদ্ধা জানিয়েছেন। তার ছবি শেয়ার করার সময়, স্যান্ডলার ফ্ল্যাহার্টির প্রশংসা করেন এবং তাকে […]
সলমান খানের বাড়িতে গুলি চালনার মামলায় অভিযুক্তর লকআপেই আত্মহত্যা
বুধবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের লকআপেই আত্মহত্যা করে সলমান খানের বাড়িতে গুলি চালনার মামলায় অভিযুক্ত অনুজ থাপন। পুলিসের সূত্র অনুযায়ী অভিযুক্তকে তড়িঘড়ি জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সেখানেই মৃত্যু হয় তার। সম্প্রতি পঞ্জাব থেকে গ্রেফতার করা হয় অনুজ থাপনকে। এর আগে গত ১৬ এপ্রিল গুজরাটের ভুজ থেকে দুজনকে গ্রেফতার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের পুলিস। ধৃতরা বিহারের বাসিন্দা। মুম্বই পুলিসের […]
নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন নোরা ফতেহি!
নোরা ফতেহি সম্প্রতি নারীবাদ নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। যা অনেকেই ভালোভাবে নেননি। অভিনেত্রী তথা মডেল নোরা পরিবার থাকার পক্ষে কথা বলেন। এবং ভুল মানুষের সঙ্গে সঠিক যুদ্ধের পথ বেছে নেওয়া প্রসঙ্গেও কথা বলেন। ম্যাশেবল ইন্ডিয়ার একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে তাঁর মন্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকে, তাহলে নোরা তার জন্য ক্ষমাপ্রার্থী। বিয়ারবাইসেপসের সঙ্গে […]