দুবাই থেকে মুম্বই ফিরলেন সলমন খান

গত ১৯ এপ্রিল এক আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই পাড়ি দিয়েছিলেন সলমন খান। রবিবার মুম্বই ফিরলেন ভাইজান। নিরাপত্তার মোড়কে সল্লু ভাইকে দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে। গাড়িতে উঠে চিত্রসাংবাদিকদের উদ্দেশ্যে হাতও নাড়েন তিনি। উল্লেখ্য, গত রবিবার, ১৪ এপ্রিল সলমন খানের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুই ব্যক্তি। গ্রেফতার হয়েছে দুজনই। তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। পুলিশি জেরায় অভিযুক্তরা শিকার করেছেন, কেবলমাত্র অভিনেতাকে ভয় দেখানোর জন্যে তাঁর বাড়ির বাইরে গুলিবর্ষণের পরিকল্পনা করেছিল লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই।

error: Content is protected !!