২০২৬ সালে রণবীর কাপুর-অভিনীত ‘অ্যানিমাল’-এর সিক্যুয়েলের কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে এসে এমনটাই জানালেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘অ্যানিমাল’ সিনেমা দেখেনি এখন খুব কম মানুষ আছে। সেই ছবিতে রণবীর কাপুরের অভিনয় মুগ্ধ করেছে সকলকেই। এই ছবির শেষেই পরিচালক দেখিয়েছিলেন যে এই সিনেমার সিক্যুয়েল আসছে। ভক্তরা অনেকেই মুখিয়ে আছেন এই সিক্যুয়েলের জন্য, যার নাম ‘অ্যানিমাল পার্ক’। সন্দীপ রেড্ডি ভাঙ্গা সম্প্রতি একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি একটি পুরস্কারও পান। পুরস্কার গ্রহণ করার সময়, হোস্টরা তাঁকে রণবীর কাপুর-অভিনীত ‘অ্যানিমাল’ সিক্যুয়েল ‘অ্যানিমাল পার্ক’ সম্পর্কে কিছু বিশদ প্রকাশ করতে বলেছিলেন। তখনই তিনি বলেন যে ছবিটি ২০২৬ সালে ফ্লোরে যাবে। তিনি আরও যোগ করেন যে ‘অ্যানিমাল পার্ক’ আসলে ‘অ্যানিমাল’-এর চেয়ে বড় এবং আরও বন্য একটি সিনেমা হবে। যদিও এমন দাবি তিনি আগেও করেছিলেন। ছবির দ্বিতীয় পর্বে রণবীর কাপুর যে থাকছেন সে বিষয়ে প্রথম ভাগেই পরিষ্কার করে দিয়েছেন সন্দীপ। তবে ছবির বাকি চরিত্রে কারা থাকছেন তা এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। অন্যদিকে স্বল্প পরিসরে দুর্দান্ত অভিনয় করে লাইমলাইট ছিনিয়েছেন মূক আব্রার হক অর্থাৎ ববি দেওল। অ্যানিম্যালে তাঁকে মরতে হয়েছিল। ফলে অ্যানিম্যাল পার্কে খলনায়কের চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে দর্শকদের মধ্যে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো খবর, ‘অ্যানিম্যাল পার্ক’এ খলনায়কের চরিত্রে ভিকি কৌশলকে দেখা যেতে পারে। যদিও সেই খবরে অভিনেতা কিংবা পরিচালকের তরফে এখনও কোন নিশ্চিতকরণ মেলেনি।
Related Posts
আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের একটি জংশনের নামকরণ হল ‘শ্রীদেবী চক’
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রীদেবীকে মরণোত্তর সম্মান দিতে চলেছে। এমন খবর শোনা যাচ্ছে। ভারতীয় ছবিতে তাঁর অবদান মনে রেখে আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের একটি জংশনের নামকরণ শ্রীদেবী চক রাখা হয়েছে। কারণ তিনি এখানকার গ্রিন একরস টাওয়ারে থাকতেন। স্থানীয় বাসিন্দারা প্রিয় অভিনেত্রীরকে শ্রদ্ধা জানাতে তাঁর নামে একটি জংশনের নাম রাখার আবেদন জানান। সেই আবেদনে মান্যতা দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল […]
মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সাহিল খান-এর ১ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত
মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন ‘স্টাইল’ খ্যাত অভিনেতা সাহিল খান। জানা গিয়েছে, ছত্তিসগড় থেকে বলিউড অভিনেতা তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। রবিবার তাঁকে শিন্ডেওয়াড়ি-দাদর আদালতে পেশ করা হয়েছিল। সেখানেই আগামী পয়লা মে অবধি সাহিল খানকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত তিন রাত জেলেই কাটাতে হবে অভিনেতা […]
একফ্রেমে আলিয়া-ক্যাটরিনা-প্রিয়াঙ্কা!
আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে এক ছবিতে! পরিচালনায় ফারহান আখতারের আসন্ন এই ছবিটির নাম ‘জি লে জারা’। ছবির গল্পে নারীত্বকে উদযাপন করা হবে। বন্ধুত্ব কেন্দ্রীক ছবি ‘দিল চাহতা হ্যায়’ কিংবা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মত এই ছবিতে মেয়েদের বন্ধুত্বের কথা তুলে ধরা হবে। ফারহান জানিয়েছেন, ছেলেদের বন্ধুত্ব উৎযাপনকে ঘিরে অনেক সিনেমা […]