আসছে সন্দীপ রায়ের ‘নয়ন রহস্য’

আসছে পরিচালক সন্দীপ রায়ের “নয়ন রহস্য” ! সুরিন্দর ফিল্মস দ্বারা প্রযোজিত, এই ছবিটি সাসপেন্স, ড্রামা এবং অ্যাডভেঞ্চারের এক অনন্য মিশেল হতে চলেছে। একটি ছোট্ট ছেলের অন্তর্ধান ! সেই নিয়েই “নয়ন রহস্য” ! সঙ্গে হিঙ্গরানির হত্যার রহস্য। চেন্নাইয়ের চিত্তাকর্ষক পটভূমিতে ছবির শ্যুটিং শেষ হয়েছে। ফেলুদার আইকনিক চরিত্রটিকে আধুনিক করার প্রয়াসে, পরিচালক সমসাময়িক সময়ের দিকে প্রতিফলন করেছেন। ফেলুদার সারমর্ম রক্ষা করার জন্য সতর্ক হয়েছেন তিনি। চরিত্রের এবং গল্পের সত্যতা রাখতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছেন তিনি। ছবিতে ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি পাচ্ছে এই ১০ মে।

error: Content is protected !!