আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দিতেই আন্দোলিত হয়ে উঠেছিল গোটা বাংলা। কারণ, তাঁর বিরুদ্ধে যে ধরণের অভিযোগ উঠছে তার পরেও তাঁকে কীভাবে অন্য একটি সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হল, সেই প্রশ্ন উঠেছিল। শাসক দলের অন্দরেও ক্ষোভ ছিল যে, কার নির্দেশে এই মহাভুল করে ফেলল সরকার। এহেন পরিস্থিতিতে বুধবার রাত থেকে রটে যায় যে সন্দীপ ঘোষের পুরনো ট্রান্সফারের নির্দেশ বাতিল করে তাঁকে স্বাস্থ্য দফতরের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। সংবাদমাধ্যমের একাংশ তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। বিরোধী দল নেতাও দাবি ক র ছিলেন। কিন্তু খবরটা সম্পূর্ণ ভুয়ো। শুক্রবার স্বাস্থ্য দফতর সূত্রে স্পষ্ট করে বলা হয়েছে, সন্দীপ ঘোষকে ওএসডি পদে নিয়োগ করা হয়নি। তাঁকে কোর্টের নির্দেশে ছুটিতে পাঠানো হয়েছে এবং ন্যাশনাল মেডিকেল কলেজে তাঁর পোস্টিং বাতিল করা হয়েছে। সন্দীপ ঘোষকে ওএসডি পদে নিয়োগ করা হয়েছে বলে বিভ্রান্তিকর খবর রটে যাওয়ায় সোশাল মিডিয়াতেও লেখালেখি শুরু হয়ে গেছিল। সরকারের সমালোচনাও হচ্ছিল। তাতে এই প্রশ্নও উঠতে শুরু করেছিল যে সরকারের কি একটা ভুল করে শিক্ষা হয়নি। এদিন স্বাস্থ্য দফতর সূত্রে বলা হয়, আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে সমাজমাধ্যমে ও সংবাদমাধ্যমের একাংশে বহু ভ্রান্ত ও ভিত্তিহীন তথ্য প্রকাশিত হয়েছে। যা সরকারের বিরুদ্ধে অসন্তোষকে আরও উস্কে দিয়েছে। সুতরাং রাজ্যে শান্তি ও সুস্থির পরিস্থিতি বজায় রাখতে সবাইকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
Related Posts
৮ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা আরও ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি হল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু”দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি […]
Sanjay Rai CCTV Footage: হেলমেট হাতে সিঁড়ি দিয়ে উঠে আসছে ‘সঞ্জয় রাই’, আরজি কর হাসপাতালের হাড়হিম সিসিটিভি ফুটেজ!
সিঁড়ি দিয়ে উঠে আসছে এক যুবক। গলায় ঝোলানো মোবাইলের হেড ব্যান্ড। সিসি ক্যামেরার ফুটেজ তাই দেখা যাচ্ছে। কে এই যুবক? দাবি করা হচ্ছে এই যুবকই হল অভিযুক্ত ধৃত সঞ্জয় রাই। তার হাতে একটা হেলমেট ছিল বলে দাবি করা হচ্ছে। তার মানে বাইকে চেপে এসেছিল মূর্তিমান। সেই ভিডিওতে দেখা গিয়েছে ৯ অগাস্ট আরজিকর মেডিক্যাল কলেজ ও […]
বিজ্ঞাপনে ‘নিষেধাজ্ঞা’, সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বিজেপি
বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে BJP। সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি। জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আর্জি। আগামীকাল, বুধবার মামলাটি শুনবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নির্বাচন কমিশনের মডেল কোড অফ কমডাক্টকে লঙ্ঘন করছে যে সমস্ত বিজ্ঞাপন তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী […]