সঞ্জয় দত্তের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিলই। সেই জল্পনা উড়িয়ে দিয়েছে অভিনেতা নিজেই। এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমে জল্পনার অবসান ঘটালেন অভিনেতা নিজেই। সঞ্জয় দত্ত নিশ্চিত করেছেন যে তাঁর কোনও রাজনৈতিক দলে যোগদান বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই। তিনি জোর দিয়ে বলেন, রাজনীতিতে নামলে তিনি নিজেই ঘোষণা দেবেন। অভিনেতা পোস্টে লেখেন, ‘আমার রাজনীতির ময়দানে আসা নিয়ে যে সব জল্পনা শোনা যাচ্ছে সেগুলো বন্ধ করতে চাই। আমি কোনও দলে যোগ দিচ্ছি না, কিংবা লোকসভা ভোটেও লড়ছি না। যদি আমি কখনও রাজনীতির ময়দানে নামি, তাহলে আমি নিজেই সেটা সবার প্রথম জানাব। দয়া করে আমার সম্পর্কে যে সব খবর ছড়াচ্ছে সেগুলোতে কান দেবেন না।’
Related Posts
বকেয়া ১১ কোটির লোন, অভিনেতা রাজপাল যাদবের বাড়িতে তালা ঝোলাল রাষ্ট্রায়ত্ত ব্যাংক
ছবি বানানোর জন্য ব্যাঙ্ক থেকে ১১ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই টাকা এখনও ফেরত দেননি রাজপাল যাদব। আর তারপরই তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। জানা গিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া রাজপাল যাদবের উত্তর প্রদেশের শাজাহানপুরের কাছারির কাছে অবস্থিত শেঠ এনক্লেলেভ কলোনির বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি নাকি এই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে সেটা […]
সাইকোলজিক্যাল থ্রিলারে শোলাঙ্কি
ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর নতুন ওয়েব সিরিজ আনছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। তাঁর আসন্ন এই সিরিজের নাম ‘বোকাবাক্সতে বন্দী’। সাইকোলজিক্যাল থ্রিলারের আঙ্গিকে এই সিরিজের মুখ্য ভূমিকায় থাকবেন শোলাঙ্কি রায়। শোলাঙ্কির বিপরীতে থাকবেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। নীল ভট্টাচার্যকেও দেখা যাবে এই সিরিজে। এক অভিনেত্রী যাঁর বড় হয়ে ওঠা সিরিয়ালের দুনিয়ার মধ্যেই। ছোট থেকেই অভিনয় তাঁর ধ্যান-জ্ঞান। কিন্তু বাস্তবে? […]
মুক্তি পেল জিৎ-এর ‘বুমেরাং’-এর টিজার
ঈদে এসছিল জিৎ-এর আগামী ছবি ‘বুমেরাং’-এর ফার্স্ট লুক পোস্টার। আর নববর্ষের পূণ্যলগ্নে এল ছবির টিজার। সৌভিক কুন্ডি পরিচালিত এই ছবিতে সুপারস্টার জিৎ-এর সঙ্গে জুটিতে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ। ছবির শ্যুটিঙেই আনা হয়েছিল ফিউচারিস্টিক বাইক। শুধু বাইকই নয়, এই ছবিতে প্রথমবার […]