সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় ইডির গ্রেফতারি বেআইনি, এমন দাবি করে শীর্ষ আদালতে মামলা করেছিলেন আপ সুপ্রিমো। সোমবার সেই মামলা শুনানিতে কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। আগামী ২৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সে দিনই ইডিকে তাদের রিপোর্ট জমা করতে হবে। দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। এর পরেই তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আপ প্রধান। গত ৯ এপ্রিল সেই মামলার শুনানিতে রায়দানের সময় দিল্লি হাই কোর্ট জানিয়েছিল, কেজরীর গ্রেফতারি বেআইনি ভাবে হয়নি। ইডি আদালতে জানিয়েছে, কেজরিওয়ালের বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার ‘মূলচক্রী’ হিসাবেও দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি, তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন, তা ‘ধোপে টিকছে না’ বলেই হাই কোর্টের পর্যবেক্ষণ। গত বুধবার মামলার শুনানিতে ইডি আদালতে জানিয়েছিল, আবগারি মামলায় আপের কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তারা। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের ভূমিকা কী ছিল, তা নিয়ে তদন্ত এখনও শেষ হয়নি বলে আদালতে জানিয়েছিল ইডি। পাশাপাশি, কেজরিওয়াল ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যে আবেদন করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন ইডির আইনজীবী।
Related Posts
তোলা হয়েছে আন্দোলনকারীদের নিরাপত্তা, বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্থার বিরুদ্ধে ফের সরব বিনেশ ফোগট
ভারতের জাতীয় কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ কুস্তিগিররা। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন তাঁরা। সেই সময় কাটিয়ে এবার তিনি অলিম্পিক্সে নেমেছেন। যদিও অপ্রত্যাশিত ঘটনার জন্য তাঁর পদক পাওয়া হয়নি। এবার দেশে ফিরে তিনি ফের বিস্ফোরক ব্রিজভূষণ ইস্যুতে। কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট […]
ছত্তিশগড়ে ডাম্পার উলটে মৃত ১৯, আহত ৪
ছত্তিশগড়ে তেঁতুল পাতা নিয়ে ফেরার সময় ২০ ফুট খাদে উলটে গেল ডাম্পার ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের ৷ আহত হয়েছেন 8 জন ৷ নিহতদের মধ্যে রয়েছেন ১৭ জন মহিলাও ৷ জানা গিয়েছে, ওই ডাম্পারে মোট ২৫ জন আদিবাসী যাত্রী ছিলেন ৷ তাঁরা সকলে বাইগা আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাওয়ার্ধার […]
রাজস্থানের বুন্দিতে লাইনচ্যুত মালগাড়ি
মুম্বই মেল দুর্ঘটনার পর ফের লাইনচ্যুত হল ট্রেন ৷ তবে এবার পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হল ৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজস্থানের গুরলা স্টেশনের কাছে ৷ ওই লাইন দিয়ে দিল্লি-মুম্বই ট্রেন চলাচল করে ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী ট্রেন ৷ মালগাড়ির যে বগিগুলি লাইন থেকে সরে গিয়েছিল, সেগুলিকে ঠিক করার কাজ চলছে ৷ […]