ভোটের মুখে বড় রায় সুপ্রিম কোর্টের। ব্যালটে নয়, ইভিএমের মাধ্যমেই ভোটের নির্দেশ আদালতের। ১০০ শতাংশ ভিভিপ্যাড ইভিএম মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। একইসঙ্গে ভবিষ্যতে ভিভি প্যাডে বার কোড ব্যবহারের পরামর্শ দিয়েছে আদালত। ইভিএমে ভোটের পক্ষে রায় জানিয়ে দিল শীর্ষ আদালত। আর তার ফলে কার্যত স্বস্তি নির্বাচন কমিশনের। ব্যালট পেপারে ভোটের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। EVM-এর মাধ্যমে ভোটের নির্দেশ সুপ্রিম কোর্ট। ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ভিভিপ্যাট) সংক্রান্ত পিটিশনের ভিত্তিতে শুক্রবার সুপ্রিম কোর্ট রায় জানিয়ে দিয়েছে। VVPAT মামলায় বেশ কয়েকটি শুনানির পর সুপ্রিম কোর্ট থেকে বড়সড় স্বস্তি পেল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের মধ্যেই সুপ্রিম কোর্ট ভিভিপ্যাট স্লিপের সঙ্গে ইভিএমের মাধ্যমে প্রদত্ত ভোটের ১০০ শতাংশ মিলের দাবিতে সমস্ত পিটিশন খারিজ করে দিয়েছে। বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমরা VVPAT সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ করেছি।
Related Posts
হাথরসে সৎসঙ্গেই পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২২, আয়োজকদের বিরুদ্ধে FIR, নাম নেই ভোলে বাবার
উত্তরপ্রদেশের হাথরসের সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় বুধবার মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ১২২ জন এফআইআর-এ নাম নেই ভোলে বাবার ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ বুধবার রিলিফ কমিশনারের অফিস থেকে জানান হয়েছে, চিকিৎসা চলাকালীন আহদের মধ্যে অন্তত ২৮ জন প্রাণ হারান ৷ ইতিমধ্যেই, এই ঘটনায় প্রথম এফআইআর দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, […]
লখনউয়ে স্কুলের মাঠে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু
স্কুলের মাঠে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৯ বছরের এক শিশুর, নাম মানভি সিং। শনিবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের মন্টফর্ট স্কুলে। শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্কুলের প্রিন্সিপালের দেওয়া বিবৃতি অনুযায়ী, খেলার সময়ে ৯ বছরের এক শিশু অজ্ঞান হয়ে পড়ে, তাকে তড়িঘড়ি নিকটবর্তী ফাতিমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটির […]
মহারাষ্ট্রে বৃষ্টির জেরে ভূমিধসে মৃত্যু ২ জন
বর্ষার কারণে গত ২৪ ঘণ্টায় গোয়া-মহারাষ্ট্রে ভারী বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির কারণে মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ-আহমেদনগর মহাসড়কের মালশেজ ঘাটে ভূমিধস হয়েছে। এতে পাহাড় থেকে একটি বড় পাথর অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনায় চাচা-ভাতিজা মারা যান। নিহতদের নাম রাহুল বাবন ভালেরাও (৩০) ও শচীন ভালেরাও (৭)। আজ দেশের ১২টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। […]