বিহার সরকারের ডিএম বন্যা কবলিত এলাকাগুলোতে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। স্কুলের পড়ুয়ারা ঠিক মতো করে বন্যার কারণে যাতায়াত করতে পারছে না। গত শুক্রবার এক শিক্ষক নদী পার করার সময় গঙ্গায় পড়ে গিয়ে তলিয়ে যান। সেই কারণে বিহার সরকারের ডিএম সিদ্ধান্ত নিয়েছে এবং এক বিজ্ঞপ্তি জারি করেছেন যে অঞ্চলগুলো ডিএম এর আওতায় পরে সেই অঞ্চলগুলোয় যতদিন না বন্যার পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন স্কুল বন্ধ থাকবে। গত শুক্রবার এক বিহারের এক সরকারি স্কুলের শিক্ষক অবিনাশ কুমার গঙ্গা পার হওয়ার সময় পা পিছলে পড়ে যান এবং গভীর জলে তলিয়ে যায় তাঁর দেহ। এখনও উদ্ধার হয়নি তাঁর দেহ। উদ্ধার করার জন্য এসডিআরএফ টিম খুঁজে চলেছে। শিক্ষাবিভাগের সচিব বৈদ্যনাথ যাদব ডিএম দের পাঠানো নির্দেশিতার ওপরে বলেছেন যে ডিএম-রা তাঁদের এলাকাগুলো বন্যার জন্য স্কুলগুলোকে বন্ধ রাখার নির্দেশ জারি করেছে, এটা শিক্ষা দপ্তর সবকটা জায়গায় বন্ধ রাখার নির্দেশিকা জারি করেনি। বিহার সরকারের এক আধিকারিক জানান, এই নাসিরগঞ্জ ঘাটে ডুবে যাওয়া শিক্ষক অবিনাশ কুমার ছোট কাশিম চক এলাকার বাসিন্দা। পুলিশ বলেছে শিক্ষক নদী পার করার সময় নৌকায় পা পিছলে ডুবে যান। তাঁর দেহ খোঁজার চেষ্টা করছি।
Related Posts
বদ্রীনাথেও পরাজিত বিজেপি, উপনির্বাচনে ভালো ফল কংগ্রেসের
উত্তরাখণ্ডে ফের খুশির হাওয়া কংগ্রেস শিবিরে। উপনির্বাচনে ভালো ফল করল কংগ্রেস। অন্যদিকে উপনির্বাচনে বড় ধাক্কা খেলা গেরুয়া। শনিবার উপনির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে যে বদ্রীনাথ আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী লাখপত সিং বুতোলা। আর মাঙ্গলাউর বিধানসভা আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী কাজি নিজামুদ্দিন। বদ্রীনাথ আসনের লাখপত সিং বুতোলা এবার প্রথমবার লড়াইতে নেমেছিলেন। বিজেপির রাজেন্দ্র সিং […]
মোদি ও পুতিনের মধ্যে কোনো পার্থক্য নেই: শরদ পাওয়ার
রবিবার এসপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে কোনও পার্থক্য নেই। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি ধীরে ধীরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে । পাওয়ার সোলাপুর জেলার আকলুজে সাংবাদিকদের সাথে কথা বলেন। যেখানে তিনি মাধা এবং সোলাপুর লোকসভা আসনের প্রার্থীদের নিয়ে আলোচনা করতে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বিজয়সিংহ মোহিতে পাটিলের বাসভবনেও […]
যোগী-কেশবের সংঘাত জল্পনার মাঝেই অবশেষে বিজেপির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি!
লোকসভা ভোট ২০২৪ সালে বিজেপি উত্তর প্রদেশ সহ বহু রাজ্য়েই বড় ধাক্কা খেয়েছে। এদিকে, ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক অলিন্দে ঘোরাফেরা করছে একটি গুঞ্জন। উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যর মধ্যে সংঘাত রয়েছে কি? এই প্রশ্ন তুলে বিস্তর জল্পনা উঠে আসছে। সেই জল্পনার মাঝেই দিল্লিতে, সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন […]