এবার কাশ্মীর নির্বাচনে আসন নিয়ে কাটল জোটের জট। শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠকের পর ন্যাশানাল কনফারেন্স আর কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়ে গেল। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার সময়সীমা শেষের মুখে ফারুখ এবং ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে করেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এবং সলমন খুরশিদ। অবশেষে সেই বৈঠকে দু’পক্ষ এক মেরুতে এল। কটি করে আসনে লড়ছে দুই দল? এই প্রশ্ন এখন ভূস্বর্গের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর প্রথমবার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জম্মু–কাশ্মীরে। তবে এই নির্বাচনে চাপে আছে বিজেপি। এদিকে পাঁচটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জানিয়ে দিয়েছেন সালেম পন্ডিত। তবে এবার আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স (এনসি)। তারই মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রের শাসকদল বিজেপিকে। সোমবার কেন্দ্রশাসিত এই অঞ্চলের ৯০টি আসনের মধ্যে ৪৪টিতে প্রার্থী ঘোষণা করে বিজেপি। কিন্তু তারপরই সেই তালিকা প্রত্যাহার করে নেয়। তারপর আবার সামনে চলে আসে নতুন প্রার্থী তালিকা। তবে প্রার্থীর সংখ্যা তখন কমে হয় ১৫। ইন্ডিয়া জোটে থাকা এই দুই দল এখন বিজেপিকে এখানে হারাতে মরিয়া। তাই হাতে হাত রেখেছে এনসি।
Related Posts
ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে বাড়ি বানিয়ে দেবে কংগ্রেস, ঘোষণা রাহুল গান্ধীর
কেরলের ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১০০-র বেশি পরিবারকে নতুন বাড়ি বানিয়ে দেবে কংগ্রেস। শুক্রবার এই ঘোষণা করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, ‘‘কেরল কখনও এত বড় বিপর্যয় দেখেনি। তিনটি বড় ভূমিধসের ঘটনায় ২৭৫ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। বহু মানুষ গৃহহারা হয়েছেন।’’ ভূমিধসের কারণে সহায়-সম্বলহীন হয়ে পড়া পরিবারগুলির সঙ্গে দেখা […]
Pushpak: সফলভাবে অবতরণ করল রিইউজেবল লঞ্চ ভেহিকেল এলইএক্স-০৩
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) রবিবার ‘পুষ্পক’ নামে পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল (আরএলভি লেক্স-০৩) এর তৃতীয় অবতরণ সম্পন্ন করেছে। স্পেস এজেন্সির একটি বিবৃতি অনুসারে, কর্ণাটকের চিত্রদুর্গে অবস্থিত অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ (এটিআর) সকাল সাড়ে সাতটায় এই পরীক্ষা করা হয়েছিল। ‘আরএলভি লেক্সে ইসরোর হ্যাটট্রিক! ইসরো ২৩ জুন, ২০২৪-এ পুনরায় ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল (আরএলভি) ল্যান্ডিং এক্সপেরিমেন্ট (এলইএক্স) এ টানা […]
কুনোয় ফের মৃত্যু নামিবিয়ার চিতা
কুনোর সবথেকে ‘ডেকরেটেড’ চিতা পবনের জলে ডুবে মৃত্যু হলো মঙ্গলবার। মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে থাকা ২৫টি চিতার মধ্যে একমাত্র পবনই মুক্ত জঙ্গলে বিচরণ করছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ একটি নালার পাশ থেকে তার নিথর দেহ উদ্ধার করেন টহলদার বনকর্মীরা। পরে প্রেস বিবৃতিতে জানানো হয়, জলে ডুবে মৃত্যু হয়েছে নামিবিয়ান ওই পুরুষ চিতার। ২০২২-এর ১৭ সেপ্টেম্বর, […]