জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। এর জেরে মৃত্যু হল ৩ জঙ্গির। সোমবার রাত থেকেই কুলগামের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। কুলগামকে চারিদিক থেকে ঘিরে চলে তল্লাশি। আগে থেকেই তথ্য ছিল এই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপর জঙ্গিরা হঠাৎই নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এরপরই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয় তিন জঙ্গি। এই এলাকায় আরও জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। প্রসঙ্গত, ২৮ এপ্রিলও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াইতে বেশ কয়েকজন জঙ্গির মৃত্যু হয়েছিল। এরপর থেকেই বাড়তি সতর্ক ছিল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ফের নিকেশ হল তিন জঙ্গি।
Related Posts
তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, ৪৪ বদলে জম্মু ও কাশ্মীরে মাত্র ১৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির
সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তবে প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে ১৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, তালিকায় বেশ কিছু ভুলভ্রান্তি থাকায় পুরনো তালিকা প্রত্যাহার করে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু […]
হরিয়ানায় গোরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে গুলি করে খুনের অভিযোগ গোরক্ষকদের বিরুদ্ধে
এবার গোরু পাচারকারী সন্দেহে এক দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গুলি করে খুনের হত্যার অভিযোগ গোরক্ষকদের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই হরিয়ানা। ফরিদাবাদের এই ছাত্রকে গোরু পাচারকারী সন্দেহে ধাওয়া করে গোরক্ষররা। খুনের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম আরিয়ান মিশ্র। গত ২৩ অগস্ট মধ্যরাতে তিনি তাঁর বন্ধু হর্ষিত এবং শ্যাঙ্কির সঙ্গে একটি […]
ভোট দিলেন সোনিয়া গান্ধী এবং পুত্র রাহুল গান্ধী
ভোট দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং পুত্র রাহুল গান্ধী। ভোট দেওয়ার পরে, ভোটকেন্দ্রে নিজস্বী তুলতেও দেখা গেল মা-ছেলেকে। অন্যদিকে পুত্র-কন্যাকে নিয়ে ভোট দিল প্রিয়াঙ্কা গান্ধী। ভোট দিয়ে তিনি বলেন, আমরা আমাদের ক্ষোভ একপাশে রেখে সংবিধান এবং গণতন্ত্রের পক্ষে ভোট দিচ্ছি। আমি এই নিয়ে গর্বিত। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট শুরু হয়েছে ছয়টি রাজ্য ও দুটি […]