বিধানসভা নির্বাচনের আগে জম্মু-কাশ্মীরে জারি ‘হাই-অ্যালার্ট’

সামনেই জম্মু-কাশ্মীরের নির্বাচন। এখানে সুষ্ঠুভাবে ভোট করাতে গেলে প্রয়োজন সঠিক নিরাপত্তা। সেই কাজেই এবার তৎপর ভারতীয় সেনা। জম্মুতে ইতিমধ্যেই বাড়তি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে হবে বিধানসভা ভোট। মোট তিনদফায় হবে ভোট।  গোটা জম্মু-কাশ্মীর জুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দাদের কাছে খবর রয়েছে এই নির্বাচনকে ঘিরে জঙ্গি হামলার ঘটনা হতে পারে। ফলে আগে থেকেই সতর্ক থাকলে এর থেকে মুক্তি মিলবে বলে মনে করছে প্রশাসন। ৩৭০ ধারা নিয়ে সমস্ত বিতর্ককে সরিয়ে রেখে এখানে সঠিকভাবে নির্বাচন করানোই এখন বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। প্রথম দফার ভোট হবে ১৮ সেপ্টেম্বর। দ্বিতীয় দফা ২৫ অক্টোবর এবং তৃতীয় দফা ১ অক্টোবর। ইতিমধ্যেই রাজৌরি, পুঞ্চ, কাঠুয়া, ডোডা জেলাগুলিকে বিশেষ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। বিগত দুবছর ধরে কাশ্মীরের বিভিন্ন অংশে যেভাবে জঙ্গি কার্যকলাপ বেড়েছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। সীমান্ত এলাকায় বাড়তি নজরদারির পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে সীমান্ত। বিভিন্ন এলাকায় চলছে পুলিশের টহলদারি। সেনাবাহিনী সর্বদা জঙ্গি কার্যকলাপ রোখার জন্য তৈরি হয়েছে বলেও খবর মিলেছে।   

error: Content is protected !!