আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে ওয়েস্ট ইন্ডিজে সন্ত্রাসবাদী হামলার হুমকি দেওয়া হয়েছিল। এবার বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে ‘লোন উলফ’ আক্রমণের হুমকি দিয়েছে আইএসআইএস-কে। যার জেরে নিউইয়র্কে ৬ জুন অনুষ্ঠিত হতে চলা ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের জন্য নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি গ্রাফিক্স পোস্টারের সাহায্যে এই হুমকি দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবে এর পর সকলেই তৎপর হয়েছে। রাইডার হুমকি সম্পর্কে ব্যাখ্যা করেছেন, যা এপ্রিল থেকেই শোনা যাচ্ছিল। প্রাথমিক ভাবে এটি আইএসআইএস-খোরাসানের দেওয়া হুমকি ছিল, যেটি বিশ্বকাপের কোন ম্যাচে হবে, তার উল্লেখ ছিল না। তবে সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচকে নির্দিষ্ট করে নতুন হুমকি দেওয়া হয়েছে। যে গ্রাফিক্সটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, মাথায় হুডি পরা একটি লোকের পিঠে আগ্নেয়অস্ত্র। গ্রাফিক্সের নীচের অংশে সাদা অক্ষরে লেখা, ‘তোমরা ম্যাচের অপেক্ষায় আছো’, তার ঠিক নীচেই লাল রক্তবর্ণে লেখা, ‘…আর আমরা আছি তোমাদের অপেক্ষায়।’ গ্রাফিক্সের উপরের দিকে একটি স্টেডিয়ামের উপর ড্রোন উড়ছে, এমন ছবি দিয়ে তার উপরে লেখা, ‘নাসাউ স্টেডিয়াম। ৯/০৬/২০২৪।’ আর এক পাশে ঘড়ি লাগানো একটি ডায়নামাইটের ছবিও আছে। সব মিলিয়ে বলা যায়, ছবিটিতে হামলার ইঙ্গিত পরিষ্কার। এই ঘটনার পর, নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল স্টেট পুলিশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই সময়ে কোন বিশ্বাসযোগ্য জননিরাপত্তার হুমকি নেই, আমরা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি। নিউ ইয়র্কবাসী এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমার প্রশাসন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং নাসাউ কাউন্টির সঙ্গে কয়েক মাস ধরে কাজ করছি।’নাসাউ কাউন্টির প্রধান ব্রুস ব্লেকম্যান আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা প্রতিটি হুমকিকে গুরুত্ব সহকারে নিই। প্রতিটি হুমকির জন্য একই পদ্ধতি রয়েছে। আমরা হুমকিকে ছোট করি না। আমরা সব দিক থেকে সতর্ক থাকছি।’
Related Posts
অলিম্পিক্সে কমল প্রতিযোগীর সংখ্যা, ১১৭ জন প্লেয়ারের নাম ঘোষণা করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন
এবার চূড়ান্ত তালিকা ঘোষণা করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আসন্ন অলিম্পিক্সের জন্য মোট ১১৭ জন প্লেয়ারের নাম ঘোষণা করল IOA। তবে অ্যাথলিটদের নাম ঘোষণার পরে বিতর্ক থাকল। আর সেই বিতর্ক তৈরি হল আভা খাটুয়াকে কেন্দ্র করে। তাঁর নাম তালিকা থেকে বাদ পড়ায়। ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি ১১৭ জন অ্যাথলিটের নামে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই ১১৭ […]
আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল ভারত
গ্রুপ লিগের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় ভারত। দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া পরাজিত করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। প্রত্যাশিতভাবেই তৃতীয় ম্যাচে আমেরিকাকেও হারিয়ে দেন রোহিত শর্মারা। তবে কানাডার বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত এবং এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডে […]
ফের হার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, আইপিএলে রেকর্ড রান সানরাইজার্স হায়দরাবাদের
সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের রেকর্ড ভেঙে ২৮৭ রানের পাহাড় গড়ে তুলেছিল। সেই রানের পাহাড় আর টপকাতে পারলো না রয়্যাল চ্যালেঞ্জার্স । আরসিবি-র লড়াই থামল ৭ উইকেটে ২৬২ রানে। ২৫ রানে ম্যাচ জিতে নিল সানরাইজার্স হায়দরাবাদ। দীনেশ কার্তিক মরিয়া হয়ে লড়লেও হার বাঁচাতে পারলেন না। ছম্যাচ খেলে চারটিতে জিতল হায়দরাবাদ। অন্যদিকে সাতটি ম্যাচ খেলে ছটিতেই হারতে হল […]