প্রয়াত হলেন ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় সম্পাদক অতুল কুমার অঞ্জন । অতুল কুমার অঞ্জন (৬৯) গত এক মাস ধরে গোমতীনগরের একটি হাসপাতালে অ্যাডভান্স স্টেজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। অতুল অঞ্জন, যিনি 1977 সালে লখনউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি হিসাবে রাজনীতি শুরু করেছিলেন, তাকে সামাজিক ন্যায়বিচার এবং বামপন্থী রাজনীতির একটি বড় মুখ হিসাবে বিবেচনা করা হত। কৃষক ও শ্রমিকদের স্বার্থের প্রতি সিপিআই নেতার দৃঢ় প্রতিশ্রুতি সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা ও শ্রদ্ধা অর্জন করেছে। বক্তৃতা দক্ষতার জন্য একসময় পরিচিত এই সাবলীল ছাত্রনেতা রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থান অর্জন করেছিলেন।
Related Posts
নীতি আয়োগ বাতিল করে ফেরানো হোক যোজনা কমিশন: মমতা বন্দ্যোপাধ্যায়
মোদি সরকারের আনা পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ বাতিল করে যোজনা কমিশনকে ফিরিয়ে আনা উচিত । শুক্রবার দিল্লিতে ফের এই দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷শনিবার নীতি আয়োগের বৈঠকে বিরোধী ইন্ডিয়া ব্লকের অধিকাংশ মুখ্যমন্ত্রী না-যাওয়ার সিদ্ধান্ত নিলেও সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ ফলে সেই বৈঠকের ঠিক আগের দিন তাঁর […]
ফরাক্কায় চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল একাধিক কামরা, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা
চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বেশ কয়েকটি কামরা। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুরে। কোনও কামরাই অবশ্য লাইনচ্যুত হয়নি। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই মুহূর্তে মালগাড়ির কামরাগুলি জোড়া লাগিয়ে লাইন থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় ব্যাহত আপ লাইনের ট্রেন চলাচল। ফরাক্কা আজিমগঞ্জ শাখায় ধুলিতান থেকে ট্রেনটি আসছিল। চলন্ত […]
লাদাখে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৬, আহত ২২
লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় বাস উলটে মৃত ৬। আহত ২২। পুলিশ সূত্রে খবর, বাসটি বিয়ে বাড়িতে যাচ্ছিল। স্কুলে্র এক কর্মীর বিয়ে উপলক্ষ্যে বাসটি রওনা দিয়েছিল। দুরবুক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। লেহ জেলা প্রশাসক সন্তোষ সুখদেবে জানিয়েছেন, বাসটি স্কুলের কর্মীদের নিয়ে তাদের এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনা ঘটে। বাসটি […]