নর্মদায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন একই পরিবারের ৭ জন। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার পোইচায় নর্মদা নদীতে বেড়াতে এসেছিল ১৫-১৬ জনের একটি দল। তাঁদের মধ্যে ৮ জন নদীতে স্নান করতে নামেন। খেই হারিয়ে তলিয়ে যান ৮ জন। একজনকে রক্ষা করেন স্থানীয়রা। বাকি ৭ জন তলিয়ে যান। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ -এর ২ টি দল ও ভাদোদরা ফায়ার টিম । কাল রাত ১০ টা পর্যন্ত অনুসন্ধান চালায় তাঁরা। ফের আজ সকাল থেকে শুরু হয় অনুসন্ধান অভিযান। আজ একজনের মৃতদেহ উদ্ধার করেছে এনডিআরএফ দল। এখনও নিখোঁজ ৭। জানা গিয়েছে, সুরাটের বাসিন্দা তাঁরা।এনডিআরএফ-এর আধিকারিক কিশাণ দান গাধবির কথায়, “গতকাল বেলা ১২ টা নাগাদ নর্মদায় স্নান করতে আসেন কিছুজন। তাঁদের মধ্যে ৮ জন সাঁতার কাটতে নামেন। জলের গভীরতা অনেক হওয়ায় তলিয়ে যান একই পরিবারের ৮ জন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার হন ১। বাকি ৭ জন নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যে ১ জনের মৃতদেহ মিলেছে। বাকিদের খোঁজ চলছে।”
Related Posts
শাশুড়ির হাতের রান্না করা খাবারে আপত্তি, রাগে স্বামীকে কাঁচি দিয়ে হামলা স্ত্রীর
শাশুড়ির হাতের রান্না করা খাবার খেতে চাননি যুবক। তাই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা ভয়ঙ্কর রূপ নিল। স্বামীকে কাঁচি দিয়ে বারবার আঘাত করল স্ত্রী। যার ফলে গুরুতর আহত হয়েছেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হোসাকেরহল্লিতে। ওই যুবকের চোয়াল, পিঠ এবং হাতে কাঁচি দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই যুবক। পালটা […]
আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইওএস০৮-এর সফল উৎক্ষেপণ করল ইসরো
শ্রীহরিকোটার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সফল উৎক্ষেপণ হল আর্থ অবজারভেশন স্যাটেলাইট-08 ৷ শুক্রবার সকাল ৯টার সময় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা ইওএস-০৮ উৎক্ষেপণ করা হয় ৷ এসএসএলভি-ডি৩ মহাকাশযানে করে স্যাটেলাইটটি পাঠানো হয় মহাকাশে ৷ ইসরো জানিয়েছে, তাদের তৃতীয় ডেভলপমেন্ট ফ্লাইট বা এসএসএলভি-ডি৩ সফল হয়েছে ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি […]
কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা
কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিতে এবার সংসদে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদে বাংলায় আবাস যোজনা ও একশোর দিনের কাজে বরাদ্দ নিয়ে শ্বেতপ্রকাশ দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা। শেষপর্যন্ত অধিবেশন থেকে ওয়াকআউট করেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যসভায় যেদিন বাজেট পরিবেশন করা হয়, তখন বলছিলেন, ১০ বছর ধরে বাংলার আমরা হাজার হাজার কোটি […]