উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে স্কুল বাস উলটে মৃত ৬ পড়ুয়া, আহত ৩২

ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে ৷ লখনউয়ের চিড়িয়াখানা থেকে ফেরার পথে বারাবাঙ্কি জেলার একটি বেসরকারি স্কুলের বাস উলটে অন্তত ৬ পড়ুয়ার মৃত্যু হয়েছে ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে কমপক্ষে ৩২ পড়ুয়ার ৷ দুর্ঘটনাটি ঘটেছে, জেলার দেবা থানা এলাকায় ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসের গতি অনেক বেশ ছিল ৷ বারাবাঙ্কি জেলার সুরতগঞ্জ কম্পোজিট স্কুলের পড়ুয়াদের নিয়ে আজ লখনউ চিড়িয়াখানায় গিয়েছিল ৷ সেখান থেকে ফেরার পথে সন্ধ্যার সময়ে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ তবে, স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে, বাসটির গতি অত্যধিক ছিল ৷ সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উলটে যায় ৷ স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে নামে ৷ কিছুক্ষণের মধ্যে দেবা থানা ও আশেপাশের থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ অ্যাম্বুল্যান্সে সকল আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে পাঠানো হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৬ জন কে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা ৷ প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা হাসপাতালে পৌঁছেছেন ৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছন অভিভাবকরাও ৷ কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা ৷ তবে, কীভাবে দুর্ঘটনা ঘটেছে ? এনিয়ে প্রশাসনের তরফে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি ৷ পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে প্রশাসন ৷ দুর্ঘটনা নিয়ে বারাবাঙ্কি শহরের সিও জগৎ রাম কানোজিয়া বলেন, “আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাসে থাকা সকলেই সুরাতগঞ্জ ব্লকের কম্পোজিট স্কুলের পড়ুয়া ৷ তাদের মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ লখনউ চিড়িয়াখানা ও অন্য জায়গায় শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গিয়েছিল ৷ সন্ধ্যায় ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!