ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে ৷ লখনউয়ের চিড়িয়াখানা থেকে ফেরার পথে বারাবাঙ্কি জেলার একটি বেসরকারি স্কুলের বাস উলটে অন্তত ৬ পড়ুয়ার মৃত্যু হয়েছে ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে কমপক্ষে ৩২ পড়ুয়ার ৷ দুর্ঘটনাটি ঘটেছে, জেলার দেবা থানা এলাকায় ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসের গতি অনেক বেশ ছিল ৷ বারাবাঙ্কি জেলার সুরতগঞ্জ কম্পোজিট স্কুলের পড়ুয়াদের নিয়ে আজ লখনউ চিড়িয়াখানায় গিয়েছিল ৷ সেখান থেকে ফেরার পথে সন্ধ্যার সময়ে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ তবে, স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে, বাসটির গতি অত্যধিক ছিল ৷ সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উলটে যায় ৷ স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে নামে ৷ কিছুক্ষণের মধ্যে দেবা থানা ও আশেপাশের থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ অ্যাম্বুল্যান্সে সকল আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে পাঠানো হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৬ জন কে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা ৷ প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা হাসপাতালে পৌঁছেছেন ৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছন অভিভাবকরাও ৷ কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা ৷ তবে, কীভাবে দুর্ঘটনা ঘটেছে ? এনিয়ে প্রশাসনের তরফে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি ৷ পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে প্রশাসন ৷ দুর্ঘটনা নিয়ে বারাবাঙ্কি শহরের সিও জগৎ রাম কানোজিয়া বলেন, “আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাসে থাকা সকলেই সুরাতগঞ্জ ব্লকের কম্পোজিট স্কুলের পড়ুয়া ৷ তাদের মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ লখনউ চিড়িয়াখানা ও অন্য জায়গায় শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গিয়েছিল ৷ সন্ধ্যায় ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে ৷”
Related Posts
Pushpak: সফলভাবে অবতরণ করল রিইউজেবল লঞ্চ ভেহিকেল এলইএক্স-০৩
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) রবিবার ‘পুষ্পক’ নামে পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল (আরএলভি লেক্স-০৩) এর তৃতীয় অবতরণ সম্পন্ন করেছে। স্পেস এজেন্সির একটি বিবৃতি অনুসারে, কর্ণাটকের চিত্রদুর্গে অবস্থিত অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ (এটিআর) সকাল সাড়ে সাতটায় এই পরীক্ষা করা হয়েছিল। ‘আরএলভি লেক্সে ইসরোর হ্যাটট্রিক! ইসরো ২৩ জুন, ২০২৪-এ পুনরায় ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল (আরএলভি) ল্যান্ডিং এক্সপেরিমেন্ট (এলইএক্স) এ টানা […]
প্রশ্নপত্র ফাঁস রুখতে আমরা বদ্ধপরিকর, NEET ও NET দুর্নীতি কাণ্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি
তৃতীয় মোদী সরকারের প্রথম সংসদ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। সংসদের নিম্নকক্ষ লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবে ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদী। সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষায় (নিট) কারচুপি, অগ্নিপথ প্রকল্প-সহ বিভিন্ন ইস্যু নিয়ে এবার সংসদ অধিবেশন উত্তাল হয়েছে। সেইসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কী বলেন, সেদিকে নজর আছে। নরেন্দ্র মোদী: প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী […]
‘অবিলম্বে কাজে ফিরুন’, আন্দোলনরত চিকিৎসকদের বার্তা সুপ্রিমকোর্টের
আরজি করের ঘটনায় সুবিচারের দাবিতে কর্মবিরতির পথে হাঁটছেন চিকিৎসকদের একাংশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার বার্তা দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আশ্বাস দেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ না করা হয়, সেই বিষয়টির উপর নজর থাকবে। সুপ্রিম কোর্টে এ দিন আরজি কর মামলার শুনানি হয় প্রধান […]