পাকিস্তানে চিনা নাগরিকদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা ৷ তাতে মৃত্যু হল কমপক্ষে 5 চিনা নাগরিক-সহ ছয় ৷ মঙ্গলবার সকালে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী ওই বোমা হামলাটি হয়। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় চিনা কনভয়ে বিস্ফোরণের একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যদিও তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ আধিকারিক মহম্মদ আলি গান্দাপুর পাঁচ চিনা নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, দাসু জলবিদ্যুৎ প্রকল্পের কাজে ওই চিনা নাগরিকরা যুক্ত ছিলেন। বোমা বিস্ফোরণ ঘটনার পাশাপাশি এদিন পাকিস্তানের ইসলামাবাদ থেকে কোহিস্তান যাওয়ার সময় একটি বাসের বিপরীত দিক থেকে আসা চারচাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ এলাকার শাংলা জেলার বিশাম এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে, বলেও পুলিশ জানিয়েছে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বিশাম স্টেশন হাউস অফিসার (এসএইচও) বখত জহির বলেছেন, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ করছে ৷ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মৃতদেহগুলোকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷” এসএইচও তরফে আরও বলা হয়েছে, কোথা থেকে এবং কীভাবে একজন আত্মঘাতী বোমা হামলাকারীর গাড়ি এসেছিল এবং কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। পাকিস্তানের প্রথমসারির এক সংবাদসংস্থাকে (জিও নিউজ) এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, বাসে থাকা অন্ততপক্ষে ৫ চিনা নাগরিকের মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে ৷ আত্মঘাতী হামলাতেই তাঁদের প্রাণ গিয়েছে ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন চিনা যাত্রী ৷
Related Posts
অশান্ত বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ৬৪, পুড়ল জেল, পালালো বহু বন্দি!
বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। সরকার পক্ষ কথা বলতে চেয়ে প্রস্তাব পাঠালেও মানতে চাননি তাঁরা। জানিয়ে দিয়েছেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়’। দু’পক্ষের সংঘাতে বাংলাদেশে শুক্রবার মৃত্যু হয়েছে আরও ৩ জনের। অন্য দিকে, সে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে পরিসংখ্যান সংগ্রহ করে সংবাদ সংস্থা এএফপি দাবি করেছেন, বাংলাদেশে শুক্রবার রাত পর্যন্ত সরকার এবং পড়ুয়াদের […]
ফের বাতিল মৈত্রী এক্সপ্রেস; শর্তসাপেক্ষে ফেরানো হবে ভাড়ার পুরো টাকা
ফের বাতিল করা হল মৈত্রী এক্সপ্রেস ৷ আগামিকাল অর্থাৎ 31 জুলাই বুধবার 13108 কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে, জানিয়েছে ভারতীয় রেল বিভাগ ৷ পূর্ব রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বাংলাদেশের বর্তমান অবস্থার উন্নতি ঘটলেও বাংলাদেশ রেলের পক্ষ থেকে ভারত সরকারকে 31 জুলাই পরিষেবা বন্ধ রাখার আবেদন জানানো হয়েছিল । সেই আবেদনে সাড়া […]
ব্রাজিলের সাও পাওলোয় ভেঙে পড়ল যাত্রীবাহী, মৃত ৬২
ব্রাজিলের সাও পাওলোয় ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। যে বিমানে ৫৮ জন যাত্রী-সহ মোট ৬২ জন ছিল। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, সাও পাওলোর যে এলাকায় সেই বিমান পড়েছে, তা জনবহুল এলাকা। সেই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রাথমিকভাবে কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, […]