ধসের জেরে বিচ্ছিন্ন সিকিম ও কালিম্পং । দশ নম্বর জাতীয় সড়কে ২৯ মাইলের কাছে রম্ভি ও তিস্তা বাজারের মাঝে ধস নামে । যার ফলে সিকিম ও কালিম্পঙের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । প্রবল বৃষ্টির জেরে ধস জেরে ৩জনের মৃত্যু ৷ সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে সিকিমের ইয়াং ইয়াং ব়্যাং এলাকার মাজুয়া গ্রামে ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু‘জন পুরুষ ও একজন মহিলা ৷ দুর্ঘটনাস্থল দক্ষিণ সিকিমের নামচি জেলার অন্তর্গত ৷ সেখানকার জেলাশাসক জানিয়েছেন, মৃতদের নাম – ইয়াবা সুব্বা ও বিশাল রাই এবং মনিতা রাই (মহিলা) ৷ প্রশাসনের তরফে জানা গিয়েছে, রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছিল ৷ সেই বৃষ্টির জেরেই সোমবার ভোর সাড়ে ৬টা নাগাদ ওই এলাকায় অন্তত সাতটি বাড়ি ধসের জেরে ভেঙে যায় ৷ তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ সেই ঘটনাতেই তিনজনের মৃত্যু হয় ৷ মৃতদেহ প্রশাসনের তরফে উদ্ধার করা হয়েছে ৷ তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ ৷ তাঁদের খোঁজ চলছে ৷ প্রশাসনের তরফে ওই এলাকায় পর্যটকদের যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বৃষ্টির জেরে সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে ৷ ফলে যান চলাচল বন্ধ ৷ এর জেরে সমতল থেকে কেউ যেতে পারছেন না সিকিমের দিকে ৷ আবার সিকিম থেকেই সমতলের দিকে কেউ আসতে পারছেন না ৷ ফলে সিকিমে বেড়াতে যাওয়া বহু পর্যটক আটকে পড়েছেন ৷
Related Posts
রাজস্থানের জয়সলমেরে মাদক খাইয়ে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৪
প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসছে এবং প্রতিটি ক্ষেত্রেই শীর্ষে থাকছে গেরুয়া রাজ্যের নাম। রাজস্থানের জয়সলমেরে এবার মাদক খাইয়ে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, নির্যাতিতা এই তরুণী পড়াশোনার জন্য জয়সলমেরে একটি বাড়িতে ভাড়া থাকতেন।সেই গ্রামেই ওই পাঁচ যুবকও থাকতেন। যুবকেরা সকলেই তরুণীর পূর্ব পরিচিত। তাঁরাই ওই তরুণীকে জোর করে […]
জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করলেন স্ত্রী সুনীতার সঙ্গে
শুক্রবার দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বাড়িতে গেলেন তিনি। দেখা করলেন জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গে। আপের তরফে বিষয়টি জানানো হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক রয়েছে। বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের প্রায় সকলেই সেই বৈঠক বাতিল করলেও উপস্থিত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দিতেই শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন দিল্লি। […]
প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি গুজরাতে, মৃতের সংখ্যা বেড়ে ২৮
বৃষ্টি কিছুতেই থামছে না গুজরাতের উপকূলবর্তী জেলাগুলিতে। এরফলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে রাজ্যে। ইতিমধ্যেই বানভাসি দেবভূমি দ্বারকা, জামনগর, ভদোদরা, পোরবন্দর সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা। এরইমধ্যে কপালে ভাঁজ ফেলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আরব সাগরে নিম্নচাপের ফলে গুজরাতে আরও বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠতে পারে। গত তিনদিনে বন্যায় রাজ্যে এখনও […]