মালদায় বজ্রপাতে মৃত্যু ১১ জনের। মৃতদের মধ্যে তিন নাবালক ও দুই যুবক রয়েছেন। ঝড়বৃষ্টি দেখে আম বাগানে আম কুড়োতে গিয়েছিলেন তাঁরা। সেই সময় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয় বলে খবর স্থানীয় সূত্রে। মৃতদের মধ্যে এক প্রৌঢ়াও রয়েছেন। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় তাঁর। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। তিনি বলেন, ‘‘বজ্রপাতে মৃত ব্যক্তিদের দুর্যোগ তহবিল থেকে দু’লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। সরকারি সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে। নির্বাচনী বিধিনিষেধ রয়েছে। কিন্তু বিপর্যয় ঘটে গিয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারকে সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে।’’ বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় মালদহে। তাতে পুরাতন মালদহের সাহাপুরে এক নাবালক সহ একসঙ্গে তিন জনের মৃত্যু হয়। মৃতদের নাম চন্দন সহানি (৪০), মনোজিৎ মণ্ডল (২১) এবং রাজ মৃধা (১৬)। স্থানীয় সূত্রে খবর, আম কুড়োতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁদের। গাজোলের আদিনাতেও বজ্রপাতে একাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম অসিত সাহা (১৯)। পরিবার সূত্রে খবর, ঝড়ের সময় অসিতও আম বাগানে আম কুড়োতে গিয়ে মারা গিয়েছে। মালদার মানিকচক ব্লকেও প্রাণ গিয়েছে দুই নাবালক ও এক বৃদ্ধের। মৃতদের নাম শেখ সাবরুল (১১), রানা শেখ (১১) এবং অতুল মণ্ডল (৬৫)। স্থানীয় সূত্রে খবর, সাবারুল চৌকি মিরদাদপুর অঞ্চলের নিহালুটোলার আম বাগানে আম কুড়োতে গিয়েছিল। রানা মহম্মদটোলার বাসিন্দা। অতুল হাড্ডাটোলার বাসিন্দা। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় রতুয়া থানা এলাকার বাসিন্দা সুমিত্রা মণ্ডলের (৪৫)। হরিশ্চন্দ্রপুরেও এক দম্পতির মৃত্যু হয়েছে বজ্রপাতে। পূর্ব কুস্তরিয়া গ্রামে পাটের জমিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয় নয়ন রায় (২৩) এবং প্রিয়ঙ্কা সিংহের (২০)। ইংরেজবাজার থানা এলাকায় জমিতে কাজ করতে গিয়ে প্রাণ গিয়েছে পঙ্কজ মণ্ডলের (২৩)।
Related Posts
রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অন্তবর্তীকালীন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ
রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অন্তবর্তীকালীন অধ্যক্ষ নির্বাচিত করা হল। নতুন অন্তবর্তীকালীন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর তাঁকে নতুন অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হল। স্বামী গৌতমানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন সপ্তদশ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন। […]
Cyclone Remal: ল্যান্ডফলের পরেই আচমকা ঘুরে যেতে পারে ঘূর্ণিঝড় রিমল!
ল্যান্ডফলের পরেই গতিপথ পরিবর্তন করতে পারে রিমল। সমুদ্রে উত্তরমুখী আসার পর স্থলভাগে এসে সামান্য উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। বাংলাদেশের উপর দিয়েই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করতে পারে রিমল ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ। ল্যান্ডফলের পরেই গতিপথ পরিবর্তন করতে পারে রিমল। সমুদ্রে উত্তরমুখী আসার পর স্থলভাগে এসে সামান্য উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। বাংলাদেশের উপর দিয়েই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে […]
২টি নতুন থানা, ২টি আউটপোস্ট হচ্ছে নন্দীগ্রামে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নবান্নের
লোকসভা নির্বাচনের সময়ে বারবার উত্তপ্ত হতে দেখা গিয়েছে নন্দীগ্রামকে ৷ নির্বাচন-পরবর্তী সময়ে নন্দীগ্রাম থেকে ভোট পরবর্তী হিংসার খবরও এসেছে একাধিকবার । পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার৷ নন্দীগ্রাম থানাকে ভেঙে 3টি পৃথক থানা তৈরি করা হচ্ছে । নবান্ন সূত্রে এমনটাই খবর । সূত্রের খবর, নন্দীগ্রাম মূল থানা ছাড়াও রেয়াপাড়া এবং তেখালি, দুটি নতুন […]