পুনেতে যাত্রীবাহী নৌকা উলটে বড় দুর্ঘটনা ৷ নিখোঁজ নৌকাতে থাকা ৬ জন যাত্রী ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুনে শহর থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে জেলার কালাশি গ্রামের কাছে ৷ পুনে গ্রামীণ পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে । ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে । জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উজানি বাঁধের কাছে নৌকাটি ডুবে যায় ৷ নৌকাতে সাতজন যাত্রী ছিলেন ৷ তাঁদের মধ্যে একজন কোনওক্রমে সাঁতার কেটে পাড়ে ওঠে ৷ ফলে দুর্ঘটনায় প্রাণ রক্ষা পেয়েছে তাঁর । নিখোঁজ হয়ে যান বাকি ছ’জন । টানা দ্বিতীয় দিন তাঁদের খোঁজে তল্লাশি চলছে । নিখোঁজদের মধ্যে দু’টি শিশু রয়েছে বলে জানা গিয়েছে । ওই নৌকায় ছিলেন পুলিশের সাব-ইন্সপেক্টর রাহুল ডোংরে । নৌকাটি উলটে যাওয়ার পর সাঁতরে বাঁধের কিনারায় এসে তিনি গ্রামবাসী ও স্থানীয় প্রশাসনকে খবর দেন ৷ এরপর ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল ৷ সূত্রের খবর, নিখোঁজ যাত্রীরা হলেন, গোকুল দত্তাত্রয় যাদব, কোমল গোকুল যাদব, শুভম গোকুল যাদব , মাহি গোকুল যাদব, অনুরাগ ডিচি এবং গৌরব ডোংরে। জানা গিয়েছে, সোলাপুর জেলার কারমালা তালুকের কুগাঁও থেকে ইন্দাপুর তালুকের কালাশি গ্রামে যাচ্ছিল একটি যাত্রীবাহী নৌকা । উজানি বাঁধের কাছ থেকে নৌকাটি ইন্দাপুর যাওয়ার সময় প্রচণ্ড ঝড় ওঠে । হাওয়ার কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে যায় । ঝাড়রের বাসিন্দা স্বামী-স্ত্রী ও তাঁদের দুই সন্তান এবং কুগাঁওর দু’জন-সহ মোট ছ’জন জলে ডুবে যান ।
Related Posts
তপশিলি জাতির ‘সাব-ক্লাসিফিকেশন’ করতে পারে রাজ্য, সুপ্রিমকোর্টের যুগান্তকারী রায়
তপশিলি জাতি বা তপশিলি উপজাতির মধ্যেও শ্রেণিবিভাজন বা ‘সাব-ক্লাসিফিকেশন’ করতে পারে রাজ্যগুলি। আজ সুপ্রিম কোর্টে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এমনই যুগান্তকারী রায় দিল। দেশে সামাজিক সমতা আনার পক্ষে এই রায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ ৬-১ ব্যবধানে এই রায়ের পক্ষে মত দেন। […]
জওয়ানদের জন্য হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করল ডিআরডিও
দেশে সর্বপ্রথম জওয়ানদের জন্য সবচেয়ে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করল ডিআরডিও কানপুর। সম্প্রতি বুলেটপ্রুফ জ্যাকেটের পরীক্ষা করা হয় চণ্ডীগড়ের টিবিআরএল (টার্মিনাল ব্যালেন্সটিক্স রিসার্চ ল্যাবরেটরি)–তে। ৭.৬২ x ৫৪ আরএপিআই (বিআইএস ১৭০৫১ এর ৬ স্তর) গুলির বিরুদ্ধে সুরক্ষা দিতে পারবে এই বুলেটপ্রুফ জ্যাকেট। অর্থাৎ ৬ রাউন্ড স্নাইপার–এর গুলির আঘাত থেকেও জওয়ানদের বাঁচাতে সক্ষম এই অত্যাধুনিক মানের […]
মধ্যপ্রদেশে রাতভর দরজা আটকে দলিত মহিলাকে মারধর করল রেল পুলিশ, ভাইরাল ভিডিও
মধ্যপ্রদেশের কাটনি থেকে এবার একটি ভিডিও সামনে এল। যেখানে জিআরপি আধিকারিক এক দলিত মহিলাকে মারধর করছেন বলে দেখা যায়। ওই মহিলার সঙ্গে তাঁর কিশোর নাতিকেও জিআরপি আধিকারিক মারধর করেন। ভিডিয়োতে (Video) যা উঠে আসতেই, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কেন বা কী কারণে ওই দলিত মহিলা এবং তাঁর নাতিকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হল, তা নিয়ে তদন্তের […]