বাংলায় পার্টি মধ্যে পদ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মহিলা কর্মীদের সঙ্গে যৌনতার অভিযোগ বিজেপির আইটি সেলের প্রধানের বিরুদ্ধে

এতদিন তৃণমূলকে নিশানা করে তির ছুঁড়তেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এবার তাঁর বিরুদ্ধেই পার্টি অফিসে যৌনতার অভিযোগের তির ছুঁড়েছেন আরএসএসের এক নেতা। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহার ঘনিষ্ঠ এই আরএসএস সদস্য শান্তনু সিনহার অভিযোগ, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মহিলাদের যৌন হেনস্তা করেছেন এক নয় একাধিকবার। পাঁচতারা হোটেলে নিয়ে গিয়ে দলের পদ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মহিলা কর্মী-সমর্থকদের যৌনকর্মে ব্যবহার করেছেন। শুধু দামি হোটেলেই নয়, রাজ্যে দলের কার্যালয়েও এই ঘৃণ্য কাজ করেছেন অমিত মালব্য। এমনটাই দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে। আর তারপরই অমিত মালব্যর লিগাল টিম আরএসএস সদস্য শান্তনু সিনহাকে পালটা লিগাল নোটিশ পাঠিয়েছে বলে খবর। পালটা অমিত মালব্য ওই আরএসএস নেতার বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে।  সেই চিঠিতে বলা হয়েছে যে অভিযোগ তোলা হয়েছে তা অত্যন্ত আপত্তিজনক। তারা মিথ্যেভাবে যৌন হেনস্থার অভিযোগ এনেছে আমাদের মক্কেলের বিরুদ্ধে। এটা আমাদের মক্কেলের সম্মানের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কারণ তিনি একজন পাবলিক ফিগার। খবর এএনআই সূত্রে। এদিকে গোটা ঘটনায় শান্তনুর বক্তব্যকে সামনে এনে অমিত মালব্যের বিরুদ্ধে একহাত নিয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। তিনি জানিয়েছেন, আরএসএস সদস্য শান্তনু সিনহা বিজেপি নেতা রাহুল সিনহার ঘনিষ্ঠ, তিনি জানিয়েছেন যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মহিলাদের উপর যৌন নিপীড়ন করেন। সেটা কোনও ফাইভ স্টার হোটেলে নয়, সেটা বাংলায় বিজেপির পার্টি অফিসের মধ্যে। ওই নেত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসাবে মোদীর শপথ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্য়েই বিজেপির নেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। অমিত মালব্যকে অবিলম্বে তাঁর পদ থেকে সরাতে হবে। তিনি অত্য়ন্ত প্রভাবশালী ব্যক্তি। তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনও স্বাধীন তদন্ত হচ্ছে না। তাঁকে পদ থেকে না সরালে কখনওই ন্যায় বিচার মিলবে না।

error: Content is protected !!