হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান। প্রচণ্ড গরমে আচমকা অসুস্থ হয়ে পড়েন বলিউড বাদশা। সঙ্গে সঙ্গে শাহরুখকে গুজরাতের আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রচণ্ড গরমের জেরেই শাহরুখ হঠাৎ অসুস্থবোধ করতে থাকেন বলে জানা যায়। গত দুইদিন ধরেই আমদাবাদে রয়েছেন শাহরুখ। মঙ্গলবার আমদাবাদে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মাদের কার্যত দুরমুশ করে পিটে ফাইনালে চলে গিয়েছে নাইটরা। শাহরুখের আনন্দের সীমা ছিল না। কাল খেলার পরে একাই মাঠ কাঁপিয়েছেন শাহরুখ। যেরকম কিং খান শো দেখতে অভ্যস্ত ইডেনের ক্লাব হাউসের সামনের লন বা লোয়ার টিয়ার। কিন্তু আমদাবাদে গত দু’দিন তাপমাত্রা কার্যত মাত্রা ছাড়িয়েছিল। গুজরাতের পাঁচ জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। আমদাবাদেও প্রায় একই অবস্থা। আগেরদিন রীতিমত লাল সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। তাল কাটে তারপরেই। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই টানা ছোটাছুটি করছিলেন বলিউড তারকা। এমনিতেই তাঁর শিডিউলে দম ফেলার জায়গা নেই। তার ওপর প্রবল গরমে কাল হাঁসফাঁস অবস্থা ছিল আমদাবাদে। ম্যাচের পরে অনেক রাত করে আমদাবাদের আইটিসি নর্মদা হোটেলে নিজের সুইটে ফেরেন বলিউড বাদশা। তখন থেকেই অসুস্থতা অনুভব করেন। যদিও শুরুতে আমল দেননি তিনি। কিন্তু ভোরের দিকে অসুস্থতা বাড়তে পাঁচতারা হোটেলের পক্ষ থেকেই খবর দেওয়া হয় চিকিৎসকের কাছে। কোনও ঝুঁকি নিতে চাননি তাঁরা। শাহরুখকে সটান আমদাবাদের কেডি হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পরে খানিক সুস্থ বোধ করেন নায়ক। চিকিৎসকরা জানান, প্রবল গরমে ডিহাইড্রেশন থেকেই এই সমস্যা। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
Related Posts
নগরনটী আম্রপালি রূপে পর্দায় আসছেন অঙ্কিতা
আবারও নতুন ভাবে পর্দায় ধরা দিতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। সন্দীপ সিং-এর পরিচালনায় নগরনটী আম্রপালি-তে দেখা যাবে অঙ্কিতাকে। এর আগে এই চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী, বৈজয়ন্তীমালা। দুই কিংবদন্তি অভিনেত্রীর জুতোয় পা রাখার আগে অঙ্কিতা তাই প্রত্যেকের শুভেচ্ছা এবং আশীর্বাদ চেয়েছেন। অভিনেত্রীর দাবি, সন্দীপের আগের কাজ তাঁকে প্রচুর প্রশংসা এনে দিয়েছে। তিনিও যে সুযোগ পেলে নিজেকে […]
ভাট ক্যাম্পে নাম লেখালেন নমোশি চক্রবর্তী
এবার মহেশ ভাটের ক্যাম্পে নাম লিখিয়েছেন নমোশি চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নিজে সাংবাদিকদের জানিয়েছেন, এটি প্রথম ছবির মতো রোমান্টিক কমেডি নয়। ভাট প্রযোজনা সংস্থার সিগনেচার রহস্য-রোমাঞ্চ ছবিতে এবার দেখা যাবে তাঁকে। ছবির নাম এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি নায়িকা, সহ-অভিনেতাদের নামও। চেহারায়, উচ্চতায়, চলনে বলনে যেন বাবার প্রতিচ্ছবি তিনি। বলিউডে যাতে মাটি কামড়ে পড়ে […]
প্রয়াত তামিল অভিনেতা বিশ্বেশ্বর রাও
প্রয়াত তামিল অভিনেতা বিশ্বেশ্বর রাও। চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘদিন ক্যানস্যারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। বিশ্বেশ্বর তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছ’বছর […]