আবারও ডন হতে প্রস্তুত কিং খান!

ফের একবার ডন রূপে পর্দায় আধিপত্য বিস্তার করতে প্রস্তুত শাহরুখ খান। তবে তিনি এই চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতারের ‘ডন’ ফ্র্যাঞ্চাইসিতে নয়, অন্য একটি ছবিতে। সূত্রের খবর, মেয়ে সুহানা খানের ছবিতে একজন ডনের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। ছবিতে গ্রে শেড চরিত্রে অভিনয় করবেন বলিউড বাদশাহ। শোনা যাচ্ছে, সুজয় ঘোষের একটি ছবিতে একসঙ্গে কাজ করছেন শাহরুখ ও সুহানা। ছবির নাম দেওয়া হয়েছে ‘কিং’। এটি পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট দ্বারা সহ-প্রযোজনা। শাহরুখ খান জানেন যে তার ভক্তরা তাকে গ্রে শেডের চরিত্রে দেখতে মরিয়া। ‘কিং’ হতে চলেছে তার আবেগের প্রকল্প। তিনি সিদ্ধার্থ আনন্দ এবং সুজয় ঘোষের সঙ্গে এই ছবির সমস্ত দিকগুলি ভালোভাবে আলোচনা করে মাঠে নামছেন বলে জানা যাচ্ছে। তারা সম্মিলিতভাবে ‘কিং’-এ শাহরুখের জন্য একটি দুর্দান্ত চরিত্র তৈরি করেছে। গ্রে শেডের পাশাপাশি এই কঠোর মনোভাব এবং স্ব্যাগ দিয়ে সাজানো হয়েছে শাহরুখের চরিত্রটিকে। আপাতত শাহরুখ, সুজয়, সিদ্ধার্থ ও সুহানা ছবির ‘কিং’ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।

error: Content is protected !!