ফের একবার ডন রূপে পর্দায় আধিপত্য বিস্তার করতে প্রস্তুত শাহরুখ খান। তবে তিনি এই চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতারের ‘ডন’ ফ্র্যাঞ্চাইসিতে নয়, অন্য একটি ছবিতে। সূত্রের খবর, মেয়ে সুহানা খানের ছবিতে একজন ডনের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। ছবিতে গ্রে শেড চরিত্রে অভিনয় করবেন বলিউড বাদশাহ। শোনা যাচ্ছে, সুজয় ঘোষের একটি ছবিতে একসঙ্গে কাজ করছেন শাহরুখ ও সুহানা। ছবির নাম দেওয়া হয়েছে ‘কিং’। এটি পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট দ্বারা সহ-প্রযোজনা। শাহরুখ খান জানেন যে তার ভক্তরা তাকে গ্রে শেডের চরিত্রে দেখতে মরিয়া। ‘কিং’ হতে চলেছে তার আবেগের প্রকল্প। তিনি সিদ্ধার্থ আনন্দ এবং সুজয় ঘোষের সঙ্গে এই ছবির সমস্ত দিকগুলি ভালোভাবে আলোচনা করে মাঠে নামছেন বলে জানা যাচ্ছে। তারা সম্মিলিতভাবে ‘কিং’-এ শাহরুখের জন্য একটি দুর্দান্ত চরিত্র তৈরি করেছে। গ্রে শেডের পাশাপাশি এই কঠোর মনোভাব এবং স্ব্যাগ দিয়ে সাজানো হয়েছে শাহরুখের চরিত্রটিকে। আপাতত শাহরুখ, সুজয়, সিদ্ধার্থ ও সুহানা ছবির ‘কিং’ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।
Related Posts
বৃষ্টিস্নাত সকালে পার্কস্ট্রিটে কাজল
বেশ কয়েকদিন ধরেই বাংলায় রয়েছেন কাজল। বিশাল ফুরিয়া পরিচালিত তাঁর আগামী ছবি ‘মা’-র শুটিং চলছে।বৃষ্টিভেজা মেঘলাদিনে সকাল সকাল পার্কস্ট্রিটে দেখা মিলল অভিনেত্রী কাজলের। তবে তিনি একা নন, এদিন কাজলের সঙ্গে ছিলেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। কাজলের পরনে গোলাপি রঙের জাম্পশুট, চোখে রোদচশমা। পার্কস্ট্রিটে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। ফ্লুরিজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন অভিনেত্রী। তাঁর জন্য সকাল থেকে […]
শেষ হল আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজের শুটিং, ছেলের জন্য ১০০ কোটি বিনিয়োগ শাহরুখের
বাবা শাহরুখ খানের মত অভিনয় নয়, বরং পরিচালনায় উৎসাহ ছিল অনেক বেশি ছেলে আরিয়ান খানের। আর সেই আগ্রহ, ইচ্ছা থেকেই নিজের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’এর শুটিং শেষ করেলেন শাহরুখ পুত্র। সিরিজের শেষ দিনের শুটিং সমাপ্ত করে নিজের টিমের সদস্যদের সঙ্গে চলল উদযাপন। শনিবার নিজের পরিচালনায় প্রথম সিরিজের কাজ শেষ করেছেন আরিয়ান। তাই কলাকুশলীদের নিয়ে বিশাল […]
প্রয়াত প্রবীণ চলচ্চিত্র পরিচালক সিকন্দর ভারতী
প্রয়াত হলেন বলিউডের প্রবীণ চলচ্চিত্র পরিচালক সিকন্দর ভারতী৷ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ অবশেষে আর শেষরক্ষা হল না৷ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড৷ পরিচালকের অনুরাগীরাও ভেঙে পড়েছেন তাঁর অকাল প্রয়াণে৷ আজ ২৫ মে মুম্বইয়ের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে পরিচালকের৷