রবিবার এসপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে কোনও পার্থক্য নেই। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি ধীরে ধীরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে । পাওয়ার সোলাপুর জেলার আকলুজে সাংবাদিকদের সাথে কথা বলেন। যেখানে তিনি মাধা এবং সোলাপুর লোকসভা আসনের প্রার্থীদের নিয়ে আলোচনা করতে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বিজয়সিংহ মোহিতে পাটিলের বাসভবনেও গিয়েছিলেন। তিনি বলেন, মোদি চান না বিরোধীদের কেউ নির্বাচিত হোক। প্রধানমন্ত্রীর এমন অবস্থানই প্রমাণ করে যে তার সঙ্গে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মধ্যে কোনো পার্থক্য নেই। পাওয়ার বলেন, আদর্শ আচরণ বিধি কার্যকর করার পরেও একজন বর্তমান মুখ্যমন্ত্রী (অরবিন্দ কেজরিওয়াল) এর গ্রেপ্তার দেখায় যে মোদি ধীরে ধীরে সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করছেন এবং দেশ স্বৈরাচারের দিকে যাচ্ছে। তিনি এও বলেন, গণতন্ত্রে ক্ষমতাসীন দলের মতো বিরোধী দলেরও সমান গুরুত্ব রয়েছে। লোকসভা নির্বাচনের জন্য বিজেপির ইশতেহার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, পাওয়ার বলেছিলেন যে তাদের ইশতেহারে মন্তব্য করার এটি সঠিক সময় নয়। তবে প্রতিশ্রুতি দেওয়া বিজেপির বিশেষত্ব। তিনি বলেন, মাধ এবং সোলাপুর লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক হয়েছে। এতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে, বিজয় সিং মোহিতে পাটিল এবং অন্যান্য বিশিষ্ট দলের কর্মকর্তারা।
Related Posts
নরেন্দ্র মোদি ফকির নন! এফিডেভিটে প্রধানমন্ত্রী জানালেন তিনি কোটিপতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ি, বিমান, স্যুট থেকে রোদ-চশমার মূল্য নিয়ে হইচই হয়। আবার তিনি নিজেকে ‘ফকির আদমি’ বলে উল্লেখ করেন। তিনি আসলে কি ফকির না ধনি? কত সম্পদের মালিক তিনি? তাঁর আয়ই বা কত? আসুন জেনে নেওয়া যাক ! এবারের লোকসভার নির্বাচনী হলফনামায় প্রধানমন্ত্রী তাঁর সম্পত্তির হিসেব দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির সম্পত্তির মূল্য […]
কেরলের ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮
ধস নেমে বিপর্যস্ত কেরলের ওয়ানাড। বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮৷ প্রাকৃতিক এই বিপর্যয়ে আহতের সংখ্যা শতাধিক৷ এখনও বহু মানুষ কাদা মাটির নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ ওয়ানাডের মেপাড্ডিতে এ দিন ভোর রাতে এই […]
দলের কর্মীকে যৌন হেনস্তা, প্রজ্জ্বলের পর একই অভিযোগে গ্রেফতার দাদা সূরজ রেভান্না
প্রজ্জ্বল রেভান্নার পর দাদা সূরজ রেভান্না ৷ যৌন হেনস্তার অভিযোগে শনিবার রাতে জনতা দল সেক্যুলারের বিধান পরিষদের সদস্য তথা এইচডি দেবেগৌড়ার আরেক নাতিকে গ্রেফতার করল পুলিশ ৷ সূত্রের খবর, তাঁকে হাসনের সিইএন থানায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে ৷ সূরজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন আরাকালাগুরুর এক যুবক, যিনি দলের কর্মীও বটে ৷ তাঁর অভিযোগ. […]