লোকসভা ভোটের ইশতেহার প্রকাশ শিবসেনা উদ্ধব শিবিরের

লোকসভা নির্বাচন। প্রস্তুতি সব দলের। তবে ভোটের আগে আগেই দল ভেঙেছে মহারাষ্ট্রের এক সময়ের শাসক দলের। বালা সাহেবের শিবসেনা এখন ভেঙে দু” টুকরো। এক অংশ তাঁর ছেলে, উদ্ধব ঠাকরে সামলাচ্ছেন। এক অংশ গেরুয়া শিবিরে যুক্ত হয়ে সরকার চালাচ্ছে মহারাষ্ট্রের।ভোটের আগে এবার শিবসেনা উদ্ধব ঠাকরে শিবির প্রকাশ করেছে ইশতেহার। তাতে রয়েছে ঋণ মুকুব, চাকরির কথা। বৃহস্পতিবার নিজের বাসভবনে ডাকা এক সাংবাদিক বৈঠকে লোকসভা নির্বাচনের জন্য ইশতেহার “বচননামা ” প্রকাশ করেছেন। তাতে সামনে রাখা হয়েছে অর্থনৈতিক উন্নয়ন থেকে পরিবেশ সংরক্ষণ পর্যন্ত একগুচ্ছ বিষয়কে। জোর দিয়েছেন কর্মসংস্থানের বিষয়কে। উদ্ধব শিবির ইশতেহারে বলছে, তারা জেলাস্তরে গ্রামীণ যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যাতে রাজ্য থেকে তাঁদের আর স্থানান্তরিত হতে না হয়। কৃষি ঋণ, শস্য বীমা সংক্রান্ত শর্ত নিয়েও কথা বলেছে ইশতেহারে। আগামী ৫ বছরের জন্য ৫টি প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

error: Content is protected !!