লোকসভা নির্বাচন। প্রস্তুতি সব দলের। তবে ভোটের আগে আগেই দল ভেঙেছে মহারাষ্ট্রের এক সময়ের শাসক দলের। বালা সাহেবের শিবসেনা এখন ভেঙে দু” টুকরো। এক অংশ তাঁর ছেলে, উদ্ধব ঠাকরে সামলাচ্ছেন। এক অংশ গেরুয়া শিবিরে যুক্ত হয়ে সরকার চালাচ্ছে মহারাষ্ট্রের।ভোটের আগে এবার শিবসেনা উদ্ধব ঠাকরে শিবির প্রকাশ করেছে ইশতেহার। তাতে রয়েছে ঋণ মুকুব, চাকরির কথা। বৃহস্পতিবার নিজের বাসভবনে ডাকা এক সাংবাদিক বৈঠকে লোকসভা নির্বাচনের জন্য ইশতেহার “বচননামা ” প্রকাশ করেছেন। তাতে সামনে রাখা হয়েছে অর্থনৈতিক উন্নয়ন থেকে পরিবেশ সংরক্ষণ পর্যন্ত একগুচ্ছ বিষয়কে। জোর দিয়েছেন কর্মসংস্থানের বিষয়কে। উদ্ধব শিবির ইশতেহারে বলছে, তারা জেলাস্তরে গ্রামীণ যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যাতে রাজ্য থেকে তাঁদের আর স্থানান্তরিত হতে না হয়। কৃষি ঋণ, শস্য বীমা সংক্রান্ত শর্ত নিয়েও কথা বলেছে ইশতেহারে। আগামী ৫ বছরের জন্য ৫টি প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
Related Posts
শুরু হল শেষ দফার ভোটগ্রহণ
লোকসভা নির্বাচনের সপ্তম দফায় দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোট রয়েছে। ১লা জুন ভাগ্যপরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উত্তর প্রদেশের হেভিওয়েট কেন্দ্র বারাণসীতে তিনি পদ্ম প্রার্থী। হিমাচল প্রদেশের মাণ্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতেরও ভাগ্যপরীক্ষা এদিন। বাংলার কথা ধরলে ডায়মন্ড হারবারের দিকেও নজর থাকলে সকলের। কারণ সেখানে তৃণমূলের প্রার্থী দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফায় উত্তর কলকাতা, […]
‘ভারতেও বাংলাদেশের মত পরিস্থিতি হতে পারে’, বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ
ছাত্র আন্দোলনের চাপে পড়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তারপরেও সেখানে নিভছে না বিক্ষোভের আগুন। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা। এই অবস্থায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের বিরোধী দলগুলি কেন্দ্র সরকারের পাশে দাঁড়ানোর কথা জানালেও প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তারপরেই নতুন করে […]
কর্নাটকে অপহরণের পর মাদক খাইয়ে গণধর্ষণ তরুণীকে, গ্রেফতার অভিযুক্ত দুই ইনস্টাগ্রাম ফ্রেন্ড
ফের অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। শুক্রবারেরই ঘটনা। প্রকাশ্যে এল এ দিন। কোচিং সেন্টার থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধেবেলায় অসমের নগাঁওয়ে গণধর্ষণের শিকার হতে হয়েছিল বছর চোদ্দর এক কিশোরীকে। এর ২৪ ঘণ্টার মধ্যেই কর্নাটকের উদুপিতে বছর চব্বিশের এক তরুণীকে অপহরণ করে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের একজনের সঙ্গে ওই তরুণীর ইনস্টাগ্রামে পরিচয় ছিল […]