সাম্প্রতিক বলিউড অভিনেতা শ্রেয়াস তালপারে হার্ট অ্যাটাক হয়। তাঁর দাবি কোভিড-১৯ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই হার্ট অ্যাটাক হয়। লেহরেন রেট্রোর সঙ্গে কথা বলতে গিয়ে, শ্রেয়াস শেয়ার করেছেন যে তিনি তাঁর স্বাস্থ্যের যত্ন নিয়েছেন এবং তা সত্ত্বেও, তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। শ্রেয়াস যোগ করেছেন যে তিনি তত্ত্বটি অস্বীকার করতে পারেন না যে ভ্যাকসিন নেওয়ার পরে লোকেরা স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয়েছে। নিজের সম্পর্কে বলতে গিয়ে শ্রেয়াস বলেন, “আমি ধূমপান করি না। আমি একজন নিয়মিত মদ্যপায়ীও নই, আমি হয়তো মাসে একবার মদ্যপান করি। তামাক খাই না, হ্যাঁ, আমার কোলেস্টেরল একটু বেশি ছিল, যা আমাকে বলা হয়েছিল স্বাভাবিক। আমি এর জন্য ওষুধও নিচ্ছিলাম, এবং এটি যুক্তিসঙ্গতভাবে কমে এসেছিল – যদি ডায়াবেটিস নেই, রক্তচাপ নেই, তাহলে এর কারণ কী হতে পারে?” তিনি বলেছিলেন যে তাঁর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকা সত্ত্বেও যদি এমন হয় তবে অবশ্যই অন্য কোনও কারণ রয়েছে। শ্রেয়াস আরও যোগ করেছেন, “আমি এই বিষয়ে উঠে আসা তত্ত্বকে অস্বীকার করব না। কোভিড-১৯ টিকা দেওয়ার পরেই যখন আমি কিছুটা ক্লান্তি অনুভব করতে শুরু করি। হতে পারে এটি কোভিড বা ভ্যাকসিন। এটি খুবই দুর্ভাগ্যজনক কারণ আমরা সত্যিই জানি না যে আমরা আমাদের দেহের ভিতরে কী নিয়েছি। আমরা প্রবাহের সঙ্গে গিয়েছিলাম এবং সংস্থাগুলিকে বিশ্বাস করেছি। কোভিড-১৯ এর আগে আমি এমন ঘটনার কথা শুনিনি।” শ্রেয়াস তিনি জানতে চেয়ে যোগ করেছেন যে, “টিকা আমাদের সঙ্গে কী করেছে”। তিনি আরও বলেছেন যে তিনি নিশ্চিত নন যে এটি কোভিড -১৯ নাকি ভ্যাকসিনয তিনি যোগ করেছেন যে যেহেতু তাঁর কাছে “পর্যাপ্ত প্রমাণ নেই, তাই কোনও বিবৃতি দেওয়া অর্থহীন”। তিনি শেষে এসে যোগ করেছেন, “এটি আমাদের দেহে কী করেছে তা অন্বেষণ করতে” চায়। গত বছরের ১৪ ডিসেম্বর, শ্রেয়াস তাঁর আসন্ন ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল-এর শুটিংয়ের পরে অস্বস্তির অভিযোগ করার পরে মুম্বাইতে হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর এনজিওপ্লাস্টি করা হয় ।
Related Posts
নাগরিক মঞ্চের ধরনায় শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার যুবক
আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়-সোহিনী সরকার-সহ বিশিষ্টরা। রাত দশটা নাগাদ আচমকা সেই ধরনামঞ্চে চড়াও মত্ত যুবক। আন্দোলনরত এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে থাকা প্রতিবাদীরা তাঁকে ধরে ফেলে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ধর্মতলা চত্বরে। প্রত্যক্ষদর্শীদের মতে, যে জায়গায় অবস্থান বিক্ষোভ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীরা সেখানে আচমকাই ঢুকে […]
মুক্তি পেল ‘বাবলি’-র মোশন পোস্টার, হাত ধরাধরি করে প্রথমবার জুটিতে আবির-শুভশ্রী
এবার বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’ অবলম্বনে রাজের পরিচালনায় পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলী ও আবির চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল এই ছবির মোশন পোস্টার। খুব শীঘ্রই ‘বাবলি’-র টিজার আসতে চলেছে বলেই জানান পরিচালক। View this post on Instagram A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)