সিকিমে বিপর্যস্ত। জলের তোড়ে ফুঁসছে একাধিক নদী। প্রবল বৃষ্টির জেরে কার্যত ভেঙে পড়েছে প্রতিবেশী রাজ্য সিকিমের যোগাযোগ ব্যবস্থা৷ সিকিমের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধসের ঘটনা ঘটছে কয়েকদিন ধরেই৷ ধসের জেরে ভেসে গিয়েছে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সেতু৷ ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।এ দিকে, ফের ধসের বলি সিকিমে। এবারে নর্থ সিকিমের লাচুংয়ের কাছে পাখচোক গ্রামে ধসে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি। ধসে চাপা পড়ে মৃত্যু ৩ জনের। আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা। উদ্ধারে নেমেছে স্থানীয় বাসিন্দারা।তিস্তার জলস্তর বৃদ্ধিতে উদ্বিগ্ন তিস্তা নদীর পাড়ের বাসিন্দারা। বাদাম, ভুট্টা চাষে ক্ষতির আশঙ্কা। নদীতে না যাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে প্রচার চালানো হচ্ছে।মেল্লিতে ধসে গেল জাতীয় সড়কের একাংশ। বাংলা-সিকিম লাইফ লাইন বিপর্যস্ত। ধসে গেল ১০ নং জাতীয় সড়কের একাংশ। মাইকিং করছে পুলিশ। তিস্তাপারের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি।উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি।সিকিম, ভুটান এবং অসম, মেঘালয় এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ধস নামতে পারে পার্বত্য এলাকায়। আগামী ৪৮-৭২ ঘণ্টায় প্রবল বৃষ্টি উত্তরবঙ্গের সিকিম, ভুটান এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি।পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুলেঁফেপে উঠেছে উঠেছে ডুয়ার্সের পাহাড়ি বিভিন্ন নদী গুলো। মূর্তি, কুর্তি, নেওরা, মাল-সহ বিভিন্ন নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। এই সময় নদী সংলগ্ন এলাকায় যাতে কেউ না যায় সেজন্য প্রশাসনের তরফেও জনগণকে সতর্ক করা হয়েছে। অন্যান্য নদী গুলোর ন্যায় মূর্তি নদীও ফুলেঁফেপে উঠেছে।
Related Posts
উত্তরপ্রদেশের ফারুখাবাদে ছাত্রীকে ধর্ষণ করল স্কুলেরই পিওন! তার জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা
স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল স্কুলেরই পিওন! তার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। মহারাষ্ট্রের বদলাপুরের পর এমন অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ফারুখাবাদে। কিশোরীর শারীরিক গঠনে পরিবর্তন আসার পর তার পরিবার জানতে পারে, কয়েক মাস আগেই সে ধর্ষণের শিকার হয়েছিল। ধর্ষণ করেছিল তার স্কুলেরই পিওন। অভিযুক্তের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে পুলিশ। […]
দিল্লিতে সাত সকালে ভেঙে পড়ল বিল্ডিং, ধ্বংসস্তুপের নীচে আটকে থাকার আশঙ্কা
এদিন সকালে বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল দিল্লি। এদিন সকাল ৯টা নাগাদ রাজধানী শহরের কারোল বাগ এলাকায় আচমকাই ভেঙে পড়ল একটি বিল্ডিংয়ের একাংশ। যার জেরে ধ্বংসস্তুপের নীচে আটকে পড়েন বেশ কিছু মানুষ। স্থানীয় সূত্রে খবর, সেই সংখ্যা ১০-এরও বেশি। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি উদ্ধারকাজে নামে প্রশাসন। কয়েক ঘণ্টার চেষ্টায় কমপক্ষে ৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয় […]
খড়গপুর আইআইটি-র দায়িত্বে মহিলা ডেপুটি ডিরেক্টর
ভারতের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি। খড়গপুর আইআইটি সুদীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম ডেপুটি ডিরেক্টর মতো গুরুত্বপূর্ণ পদে একজন মহিলার অভিষেক হতে চলেছে । আইআইটি খড়গপুরের নতুন ডেপুটি ডিরেক্টর হলেন রিন্টু বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু আইআইটি খড়গপুরেরই নন, সারা দেশে এমনকী বিশ্বের আইআইটিগুলির মধ্যে তিনিই প্রথম মহিলা যিনি এই ধরনের প্রতিষ্ঠানে ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পেলেন। […]