একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের জনজীবন। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে। মংগন এলাকায় হড়পা বানে পাঁচ জনের ভেসে যাওয়ার খবর মিলেছিল। ধসের জেরে একের পর এক বাড়ি ঘসে যাওয়ার মাটি চাপা পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ২৫ জন। ধস নেমে, সেতু ভেঙে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে লাচুং, লাচেন-সহ সিকিমের বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। উদ্ধারকাজেও তাই সমস্যা হচ্ছে।রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে যেসব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধার কাজে প্রশাসনিক কর্মীদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও। সংকলন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পর্যটকদের কিভাবে গ্যাংটক এ ফিরিয়ে আনা হবে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের।
Related Posts
কেরলে ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০০, আহত শতাধিক
কেরলের ওয়ানাডে ভয়ঙ্কর ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৩০০৷ আহত শতাধিক৷ বৃহস্পতিবার বেইলি ব্রিজ সংযুক্ত করে ধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আরেকটি পাহাড়ি এলাকায় পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা৷ ওই এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷ ভূমিধসে আটকদের উদ্ধার করতে নামানো হয়েছে সেনা৷ কাজ করছে এনডিআরএফ এবং জরুরি অবস্থার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত স্থানীয় কর্মী৷
ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, গত ৪ দিনে প্রবল বৃষ্টি ও ভূমিধসের জেরে মৃত ৪১
ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত। গত চার দিনে প্রবল বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসের জেরে অন্তত ৪১ জনের মৃত্যুর খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত দু’লক্ষের বেশি মানুষ। অসমের বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। উত্তর-পূর্বের সবচেয়ে বড় এই রাজ্যের ন’টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্র, বরাক ও কোপিলি সহ অসমের বিভিন্ন […]
২৬ হাজার চাকরি বাতিল নিয়ে মঙ্গলবার সুপ্রিমকোর্টে শুনানি
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। সোমবারের বদলে মঙ্গলবার হবে এসএসসি মামলার শুনানি। সে দিনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনবে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের মামলা। সোমবার মামলাটির শুনানির কথা ছিল শীর্ষ আদালতে। গত শুনানিতে এই মামলায় চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। যোগ্য […]