আজ উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোট গণনা৷ এদিন ৬০ সদস্যের অরুণাচল বিধানসভার ৫০টি আসনে চলছে ভোটগণনা৷ অন্যদিকে, ৩২ আসনে সিকিমেও গণনা আজ৷ ভারী বৃষ্টিপাত সত্ত্বেও সকাল ৬টা থেকেই অরুণাচল প্রদেশের ২৪ জেলার হেডকোয়াটার্সে শুরু হয়েছে ভোট গণনা৷ আর দিনের শুরুতেই জয় প্রায় নিশ্চিত হওয়ারই ইঙ্গিত দিচ্ছে বিজেপি৷ দুপুরের মধ্যেই ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা৷ অন্যদিকে, সিকিমের ছয় জেলাতেও চলছে গণনা৷ বেলা সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অরুণাচল প্রদেশের অর্ধেকেরও বেশি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির৷ ইতিমধ্যেই ১২ আসনে ঘোষিত হয়েছে বিজেপির জয়৷ বাকি ৩৩ আসনেও এগিয়ে তারা৷ অন্যদিকে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এগিয়ে ৬টি আসনে, এনসিপি ৪টিতে, পিপিএ ৩টিতে এবং একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী৷ অরুণাচলে ম্যাজিক ফিগার ৩১৷ সিকিমে অবশ্য ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)৷ ৩২ আসনের সিকিম বিধানসভার ৩০টিতেই এগিয়ে এসকেএম৷ এখানে ম্যাজিক ফিগার ১৭৷
Related Posts
নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে পড়ছে জল!
নতুন সংসদ ভবনের ছাদে ‘লিক’, সময়মতো সনাক্ত করা হয়েছে ও তা ঠিক করাও হয়েছে। বিরোধীদের নিশানার মুখে এমনটা জানিয়ে এবার সংসদ ভবন সূত্রে কারণ স্পষ্ট করা হল। প্রসঙ্গত লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নবনির্মিত সংসদ ভবনের একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় টিপটিপ […]
স্কুলের পর এবার দিল্লির একের পর এক হাসপাতাল বোমা মেরে ওড়ানোর হুমকি
দিন কয়েক আগেই দিল্লি এবং এনসিআরের প্রায় ১০০টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। এ বার আর ইমেল বার্তা নয়, রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে বোমায় ওড়ানোর হুমকি দিয়ে ফোন করা হয়েছে। আর এই হুমকি ফোন পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালগুলিতে। সূত্রে খবর, মঙ্গলবার সকালে দিল্লির চারটি হাসপাতালে ওই হুমকি দিয়ে ফোন করা হয়েছে। সেই ফোন পাওয়ার পরই হাসপাতাল […]
বিজেপি শাসিত ওড়িশায় সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ২ তরুণী
বিজেপি শাসিত ওড়িশার সরকারি হাসপাতালে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ। মঙ্গলবার কটকের নামী হাসপাতালের অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে উচ্চ পর্যায়ের তদন্ত। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রবিবার। নির্যাতিতরা জানিয়েছেন, তাঁরা কটকের এসসিবি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে গিয়েছিলেন। দুজনেরই ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা ছিল। কিন্তু তাঁদের অভিযোগ, শুক্রবারের বদলে রবিবার অভিযুক্ত চিকিৎসক তাঁদের ডেকেছিলেন। পরীক্ষার রিপোর্ট দেখার সময় […]