ভোটের সময় চার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানকে বদল করার দাবি সামনে রেখে এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে সোমবারের পর আজ মঙ্গলবারও দিল্লিতে ধর্নায় বসল তৃণমূল নেতৃত্ব। প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস।তৃণমূলের যুবনেতা সুদীপ রাহাও রয়েছেন তাদের সঙ্গে। ইতিমধ্যেই আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজ তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে মন্দির মার্গ থানায় যাচ্ছেন বলে জানান রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। এই ঘটনায় তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহও। সোমবার নির্বাচন কমিশনের বাইরে ধর্নার সময় অমিত শাহর পুলিশ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যদের আটক করে মন্দির মার্গ থানাতে নিয়ে এসেছিল। সেই থানা চত্বরেই ধর্নায় বসেছে বলে তৃণমূলের প্রতিনিধি দল। তবে ইতিমধ্যেই এনআইএ সূত্ৰে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপের মুখে নতিস্বীকার করল এনআইএ। এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, ”বিজেপি-এনআইএ ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দিল্লির এসপি ডি আর সিংকে জরুরিভাবে তলব করল এনআইএ। বিতর্কিত মামলাগুলির তদারকি করতে এনআইএ আইপিএস রাকেশ রোশনকে পাটনা থেকে কলকাতায় পাঠাচ্ছে। তবে, আমরা ডিআর সিংয়ের বিরুদ্ধে সঠিক তদন্ত ও ব্যবস্থা চাই। সেই বৈঠকের বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করবেন না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র ঢাকার চেষ্টা করবেন না। এনআইএ’র উচিত ডিআর সিং-এর বিরুদ্ধে পদক্ষেপের কথা উল্লেখ করে যথাযথ প্রেস রিলিজ প্রকাশ্যে আনা। আমরা ডিজি এনআইএ-র পরিবর্তনের দাবি জানাই, কারণ তিনি ডিআর সিং-এর কার্যকলাপ সহ সম্পূর্ণ বিষয়টির জন্য দায়ী।”
Related Posts
সিগন্যাল সমস্যার জেরে ধীর গতিতে চলছে মেট্রো, অফিস টাইমে আবারও ভোগান্তি
আবারও অফিস টাইমে মেট্রো বিভ্রাট। উত্তর-দক্ষিণ করিডোরের শ্যামবাজারে আপ স্টার্টারে সিগন্যাল ফেলিওরের কারণে ধীর গতিতে চলাচল করছে মেট্রো। শুক্রবার মেট্রো রেলের তরফেই বিষয়টি জানান হয়। যার জেরে ফের একবার অফিস টাইমে সমস্যার মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। দিনের ব্যস্ত সময়ে বারংবার বিভিন্ন কারণে মেট্রো বিভ্রাটের জেরে পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীদের একাংশ। এর আগে […]
তৃণমূলের সংসদীয় কমিটি গঠন
ভোট মিটতেই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার বিকেলে কালীঘাটে এই বৈঠকে যোগ দেন হবু সাংসদরা। আন্দোলনের জোড় বাড়বে, এমনতাই এদিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভার নেতা হিসাবে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়, উপ-দলনেতা হলেন কাকলি ঘোষ দস্তিদার। চিফ হুইপ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। অন্যদিকে রাজ্যসভার নেতা হিসাবে থাকছেন […]
সন্দীপ ঘোষ সহ ৬ জনের পলিগ্রাফ পরীক্ষার জন্য দিল্লি থেকে কলকাতায় এলো সিবিআইয়ের বিশেষ দল
অনুমতি আগেই মিলেছিল। শনিবারই কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে সন্দীপ ঘোষ এবং বাকিদের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু হল। মোট ছ’জনের পলিগ্রাফ পরীক্ষা হবে। দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল এর জন্য কলকাতায় এসেছে। শনিবারই সকলের পলিগ্রাফ পরীক্ষা করানো যাবে কি না, তা স্পষ্ট নয়। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষাও শনিবার […]