অন্ধ্রপ্রদেশের ভ্যান ও কন্টেইনারের সংঘর্ষ, মৃত ৬

শুক্রবার অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় একটি কনটেইনার এবং একটি ডিসিএম ভ্যানের মধ্যে সংঘর্ষে ছয়জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, কৃত্তিভেনু মণ্ডলের সীথানাপল্লির কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় উভয় গাড়ির চালকও প্রাণ হারান। তথ্য অনুযায়ী, কনটেইনারটি পুদুচেরি থেকে ভীমাভারমের দিকে যাচ্ছিল। সীতানপল্লীর কাছে বিপরীত দিক থেকে আসা ডিসিএম-এর সঙ্গে সংঘর্ষ হয়।

error: Content is protected !!