শুক্রবার অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় একটি কনটেইনার এবং একটি ডিসিএম ভ্যানের মধ্যে সংঘর্ষে ছয়জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, কৃত্তিভেনু মণ্ডলের সীথানাপল্লির কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় উভয় গাড়ির চালকও প্রাণ হারান। তথ্য অনুযায়ী, কনটেইনারটি পুদুচেরি থেকে ভীমাভারমের দিকে যাচ্ছিল। সীতানপল্লীর কাছে বিপরীত দিক থেকে আসা ডিসিএম-এর সঙ্গে সংঘর্ষ হয়।
Related Posts
অলিম্পিক্স ফাইনাল থেকে বাদ পড়া নিয়ে ভিনেশ ফোগটের পাশে IOA সভাপতি পিটি ঊষা এবং নীতা আম্বানি
খালি হাতেই ফিরতে হচ্ছে ভিনেশ ফোগটকে৷ প্যারিস অলিম্পিক্সে ফাইনালে খেলতে পারবেন না ভিনেশ। তাঁর ওজন ৫০ কেজির বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷ এই বিষয় নিয়ে নিজের মতামত জানিয়েছেন নীতা আম্বানি। আইওসি সদস্য এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি বলেছেন, “আজ, পুরো দেশের ভিনেশের জন্য মনখারাপ, ব্যথিত। ভিনেশ চ্যাম্পিয়ন যোদ্ধা, আমার কোন সন্দেহ […]
মুম্বইয়ের টাইমস টাওয়ারে ৭ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
আজ সকালে মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুম্বইয়ের টাইমস টাওয়ারের সাততলায় হঠাৎই আগুন লেগে যায়। যদিও ঠিক কি থেকে আগুন সেটা এখনও জানা যায় নি। এটি একটি সাত তলা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ৬ টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় টাইমস টাওয়ারের এই বানিজ্যিক ভবনে। লোয়ার পরেলের কামালা মিল কম্পাউডে প্রাথমিকভাবে আগুন লাগলেও […]
নিট কাণ্ডে পটনা থেকে আর এক চক্রী রাকেশ রঞ্জনকে গ্রেফতার করল সিবিআই
পটনা থেকে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্নফাঁসকাণ্ডের আরও এক চক্রীকে গ্রেফতার করল সিবিআই। তদন্তভার নেওয়ার পর এই মামলায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম রাকেশ রঞ্জন। সিবিআই সূত্রের খবর, নিট কেলেঙ্কারির ঘটনায় রাকেশ অন্যতম চক্রী। সূত্রে খবর, রাকেশের কাছ থেকে বেশ কিছু নথি এবং বৈদ্যুতিন গ্যাজেট উদ্ধার হয়েছে। তাঁকে ১০ দিনের […]