বন্দুকবাজের হামলায় বুধবার গুলিবিদ্ধ হয়েছিলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক। তবে এখন তিনি বিপন্মুক্ত বলে খবর। ইউরোপীয় এই দেশে ৫৯ বছর বয়সী ফিকো যখন নিজের সমর্থকদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন, তখনই তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়। আর নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হ্যান্ডলোভা শহরতলির কালচারাল সেন্টারের বাইরে এই ঘটনা ঘটেছে। আসলে ওই সেন্টারে নিজের সরকারের এক বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে লক্ষ্য করে বন্দুকবাজ পরপর ৫টি গুলি চালায়। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার হয় ফিকোর। জানা গিয়েছে, একটা গুলি লাগে ফিকোর পেটে আর দ্বিতীয় গুলিটা লাগে একটি জয়েন্টে। বুধবার অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর উপর হামলায় ৭১ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। একাধিক বার ফিকোকে গুলি করার কিছু পরেই দেখা যায় ঘটনাস্থলেই পাকা চুলওয়ালা এক ব্যক্তিকে হাতকড়া পরানো হয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ওই সন্দেহভাজন আসলে ডিইউএইচএ লিটারারি ক্লাবের প্রতিষ্ঠাতা। এমনকী ওই প্রতিবেদনে অভিযুক্তের নামও প্রকাশ করা হয়েছিল।
Related Posts
ফের উত্তপ্ত বাংলাদেশ, সংঘর্ষে মৃত ২
রবিবার থেকেই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। তার আগে, শনিবার থেকেই থমথমে পরিবেশ বাংলাদেশ জুড়ে। নতুন করে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। কারণ, শনিবারই বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা বিক্ষোভ ঘিরে একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছে। তাতে মৃত্যু হয়েছে আরও দুজনের। সূত্রের খবর অনুযায়ী, চট্টগ্রাম এবং গাজিপুরের শ্রীপুর এলাকায় ওই দুজন মারা গিয়েছেন। শনিবার, কুমিল্লা, সিলেট, […]
বন্যায় বিপর্যস্ত দুবাই, ব্যাহত বিমান চলাচল, ওমানে মৃত ১৮
বন্যার কবলে সংযুক্ত আরব আমিরশাহী। বিপর্যস্ত জনজীবন। হাইওয়েগুলি জলের তলায় চলে গেছে। যান চলাচল ব্যাহত। ঝড়-বৃষ্টির কারণে দেশের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হওয়ায় কর্তৃপক্ষ নাগরিকদের বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে। স্কুলগুলিতে অনলাইনে ক্লাস হচ্ছে। সরকারি কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন। আবহাওয়া দপ্তর এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করেছে। জলমগ্ন দুবাই বিমানবন্দর। যার জেরে মঙ্গলবার […]
৮০ বার কম্পন তাইওয়ানে, রিখটার স্কেলে ৬.৩
সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী কম্পনের ফলে ৮০ বার কেঁপে উঠছে তাইওয়ান। রিখটার স্কেলে সর্বোচ্চ কম্পনের তীব্রতা ৬.৩। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী, সোমবার বিকেল ৫টা ৮মিনিটে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৫। তার পর মঙ্গলবার সকাল […]