সম্পূর্ণ ফেক নিউজ! পুজোর জন্য মাটি দেবে সোনাগাছি, ভুয়ো খবর উড়িয়ে জানালেন যৌনকর্মীরা

মাটি দেবেন সোনাগাছির পতিতাপল্লির যৌনকর্মীরা। দুর্গোপুজোয় তিলোত্তমায় বিশৃঙ্খলতা তৈরি হতে দেবেন না তাঁরা। অভিযুক্তের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিলে শামিল হচ্ছেন সমাজের নানা ক্ষেত্রের মানুষ। প্রতিবাদ মিছিল করেছেন সোনাগাছির যৌনকর্মীরাও। তারপরেই সামাজিক মাধ্যমে রটে যায় একটি ‘পোস্ট।’  “দুর্গাপুজোয় লাগে যৌনপল্লির মাটি। আর জি কর কাণ্ডের জেরে যৌনকর্মীরা নাকি সিদ্ধান্ত নিয়েছেন তারা মাটি দেবেন না!” বিগত কয়েকদিন ধরে এমন পোস্ট ঘুরছে সোশাল মিডিয়ায়। যাকে সম্পূর্ণ ভুয়ো বললেন জানান সোনাগাছির যৌনকর্মীরা। বরং তাঁদের পালটা দাবি, “আমরা কখনও দুর্গাপুজোয় জটিলতা তৈরি করতে চাইনি। চাইও না। পুজো কেন বন্ধ হবে? আমাদের নাম নিয়ে এসব মিথ্যে রটানো হচ্ছে।”

error: Content is protected !!