কান ফিল্ম ফেস্টিভালে রেড কার্পেটে অঙ্গদানের প্রচারে সোনম

ফ্রান্সে কান ফিল্ম ফেস্টিভালে নজর কাড়লেন অভিনেত্রী সোনম ছাবরা। এই ফিল্ম ফেস্টে তিনি ছিলেন অঙ্গদানের প্রচারে। মাস পাঁচেক আগেই তাঁর অসুস্থ মা-কে লিভার দান করেন অভিনেত্রী। গত ডিসেম্বরেই সেই অস্ত্রোপচার হয়। এরপরেই কানের মঞ্চে অঙ্গদানের প্রচারে হাজির হন সোনম। মেড ইন হেভেন ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যায় তাঁকে। সোমবার কানের রেড কার্পেটে হাঁটেন তিনি।  তবে কান ফিল্ম ফেস্টিভ্যালে সোনম ছাবরা অভিনেত্রী হিসাবে যোগদান করেননি। তিনি একজন অঙ্গদানকারী হিসাবে অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়াতেই এই ফেস্টিভ্যালে যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন যে তিনি এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে অঙ্গ দাতাদের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন যে কারণে তিনি অঙ্গ দান করার এত অল্প সময়ের পরে উৎসবের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে অঙ্গদানের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ইচ্ছাই প্রকাশ করেছেন।

error: Content is protected !!