৬৭ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ

সানরাইজার্স হায়দ্রাবাদ: ২৬৬/৭ (ট্রেভিস হেড ৮৯, অভিষেক শর্মা ৪৬, শাহবাজ আহমেদ ৫৯ (অপরাজিত)
দিল্লি ক্যাপিটালস : ১৯৯/৮ (জ্যাক ফ্রেজার ৬৫, অভিষেক পোড়েল ৪২, ঋষভ পন্থ ৪৪)
৬৭ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ।

আজ প্রথম ছয় ওভারে আগুনে ব্যাটিংয়ের দৌলতে স্কোরবোর্ডে বিনা উইকেটে ১২৫ রান তুলে ফেলে নিজামের শহরের টিম। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ঘরের মাঠে প্রথম বার খেলতে নেমে অভিষেক শর্মা, শাহবাজ আহমেদ এবং ট্রেভিস হেডের ব্যাটিংয়ের দাপটে মন্দ দিন দেখল দিল্লি। পালটা লড়াই চালান জ্যাক ফ্রেজার, অভিষেক পোড়েল এবং অধিনায়ক ঋষভ পন্থ। যদিও ১৯.১ ওভারে ১৯৯ রানে সবকটি উইকেট খুইয়ে হেরে যায় তারা।   এদিনের ম্যাচে টস জিতেছিল দিল্লি ক্যাপিটালস। টস জেতার পরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঋষভ পন্ত। প্রথমে ব্য়াট করতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করতে আসা সানরাইজার্স হায়দ্রাবাদ চলতি মরশুমে সবচেয়ে বিস্ফোরক শুরু করে। মাত্র পাঁচ ওভারে সানরাইজার্স হায়দরাবাদ ১০০ রান পূর্ণ করেছিল। ওপেনার ট্র্যাভিস হেড ১৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের প্রথম উইকেট পড়েছিল ১৩১ রানে। ১২ বলে ৪৬ রান করে আউট হন অভিষেক শর্মা। তাকে আউট করেন কুলদীপ যাদব। এরপর এইডেন মার্করামকেও প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ট্র্যাভিস হেডকেও আউট করেন কুলদীপ যাদব। ৩২ বলে ৮৯ রান করে আউট হন হেড। এনরিখ ক্লাসেনকে আউট করেন অক্ষর প্যাটেল। ৮ বলে ১৫ রান করে আউট হন ক্লাসেন। ২৭ বলে ৩৭ রান করেন নীতীশ। তাকে আউট করেন কুলদীপ যাদব। আব্দুল সামাদ ৮ বলে ১৩ রানের ইনিংস খেলেন। শাহবাজ আহমেদ ২৯ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। আইপিএল ২০২৪-এ তৃতীয়বারের মতো, সানরাইজার্স হায়দরাবাদ ২৫০-এর বেশি রান করেছে। চলতি মরশুমে হায়দরাবাদ দল আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর করেছে। এমনকি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও সানরাইজার্স হায়দরাবাদের উদ্বোধনী ব্যাটসম্যানরা ভালো সূচনা এনে দেন। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার মধ্যে প্রথম উইকেটে ১৩১ রানের জুটি গড়ে ওঠে। তবে এর পর দলটি টানা ওভারে উইকেট হারায়, এই কারণেই দলটি ৩০০ ছুঁতে পারেনি। দিল্লি ক্যাপিটালসের শুরুটা খুব একটা ভালো হয়নি। দুই ওভারের মধ্যে ওপেনার ডেভিড ওয়ার্নার (১) ও পৃথ্বী শ (১৬) এর উইকেট হারায় দিল্লি। ফ্রেজার ম্যাকগার্ক ১৮ বলে ৬৫ রানের একটি দ্রুত ইনিংস খেলেন। তাকে ক্যাচ আউট করেন মার্কান্ডে। এরপরে ২২ বলে ৪২ রান করে আউট হন অভিষেক পোড়েল। ট্রিস্টান স্টাব ১১ বলে ১০ রা করে সাজঘরে ফিরে যান। ললিত যাদবকে ৭ রানে বোল্ড করেন নটরাজন। ১৪.৬ ওভারে ১৬৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ৮ বলে ৬ রান করে নটরাজনের শিকার হন অক্ষর প্যাটেল। এনরিখ নরকিয়াকে শূন্য রানে ফেরান নটরাজন। এরপরে কুলদীপকে শূন্য রানে ফেরান নটরাজন। মুকেশ কুমার শূন্য রান করেন। ঋষভ পন্ত ৩৫ বলে ৪৪ রান করেন। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৯৯ রানেই গুটিয়ে যায় দিল্লি। ফলে ৬৭ রানে ম্য়াচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

error: Content is protected !!