বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ-গুজরাত টাইটান্স ম্যাচ। বৃহস্পতিবার হায়দরাবাদে টানা বৃষ্টিতে টস করাও সম্ভব হয়নি। রাত ১০.১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর ম্যাচ বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। তবে ১ পয়েন্ট পেয়ে আইপিএলের প্লে-অফে জায়গা পাকা করে ফেললেন প্যাট কামিন্সেরা। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে তৃতীয় দল হিসাবে শেষ চারে চলে গেল হায়দরাবাদ। কারণ এক মাত্র চেন্নাই ছাড়া আর কোনও দলের পক্ষে ১৫ বা তার বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয়। অন্য দিকে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইপিএল শেষ করলেন শুভমন গিলেরা।
Related Posts
২৭ রানে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২১৮/৫ (কোহলি-৪৭, ডু প্লেসিস-৫৪, শার্দূল- ৬১/২)চেন্নাই সুপার কিংস: ১৯১/৭ (রাচীন-৬১, জাদেজা-৪২*, দয়াল-৪২/২)২৭ রানে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টানা ৬ ম্যাচ জিতে আইপিএল প্লে অফে জায়গা করে নিল। আইপিএলের ডু অর ডাই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ২৭ রানে পরাজিত করে চতুর্থ স্থানে থেকে প্লে অফের টিকিট জিতেছে আরসিবি। এম চিন্নাস্বামী […]
দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে আইপিএল থেকে বিদায় কার্যত নিশ্চিত করে ফেলল লখনউ সুপার জায়ান্টস
মঙ্গলবার রাতে দিল্লির কাছে হেরে আইপিএল থেকে বিদায় কার্যত নিশ্চিত করে ফেলল লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে টস হারেন দিল্লির অধিনায়ক পন্থ। প্রথমে বল করার সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। শুরুটা ভাল হয়নি দিল্লির। দ্বিতীয় বলেই ফর্মে থাকা জেক-ফ্রেজ়ার ম্যাকগার্ককে শূন্য রানে আউট করেন আরশাদ খান। আর এক ওপেনার অভিষেক ফর্মে ছিলেন। […]
চেন্নাই সুপার কিংসকে ৩৫ রানে হারালো গুজরাত টাইটান্স
গুজরাত টাইটান্স: ২৩১/৩ (শুভমান ১০৪, সুদর্শন ১০৩, তুষার ৩৩/২),চেন্নাই সুপার কিংস: ১৯৬/৮ (মিচেল ৬৩, মইন ৫৬, মোহিত ৩১/৩),৩৫ রানে ম্যাচ জিতল গুজরাত টাইটান্স। গুজরাতের কাছে হেরে প্লে অফের রাস্তা কঠিন চেন্নাই সুপার কিংস-এর। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। গত আইপিএলেও ঠিক একই সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। কিন্তু এদিনের সিদ্ধান্ত […]