বৃষ্টির কারণে বাতিল গুজরাত-হায়দরাবাদ ম্যাচ, প্লে-অফে কামিন্সের সানরাইজার্স

বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ-গুজরাত টাইটান্স ম্যাচ। বৃহস্পতিবার হায়দরাবাদে টানা বৃষ্টিতে টস করাও সম্ভব হয়নি। রাত ১০.১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর ম্যাচ বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। তবে ১ পয়েন্ট পেয়ে আইপিএলের প্লে-অফে জায়গা পাকা করে ফেললেন প্যাট কামিন্সেরা। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে তৃতীয় দল হিসাবে শেষ চারে চলে গেল হায়দরাবাদ। কারণ এক মাত্র চেন্নাই ছাড়া আর কোনও দলের পক্ষে ১৫ বা তার বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয়। অন্য দিকে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইপিএল শেষ করলেন শুভমন গিলেরা।

error: Content is protected !!