বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রীদেবীকে মরণোত্তর সম্মান দিতে চলেছে। এমন খবর শোনা যাচ্ছে। ভারতীয় ছবিতে তাঁর অবদান মনে রেখে আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের একটি জংশনের নামকরণ শ্রীদেবী চক রাখা হয়েছে। কারণ তিনি এখানকার গ্রিন একরস টাওয়ারে থাকতেন। স্থানীয় বাসিন্দারা প্রিয় অভিনেত্রীরকে শ্রদ্ধা জানাতে তাঁর নামে একটি জংশনের নাম রাখার আবেদন জানান। সেই আবেদনে মান্যতা দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন।
Related Posts
প্রকাশ্যে এলো “কাঙ্গুভা” ছবির প্রথম পোস্টার
সুপারস্টার সুরিয়া শিবকুমারকে নতুন অবতার দেখে হইচই বলিপাড়ায়। প্রকাশ্যে এল “কাঙ্গুভা” ছবির প্রথম পোস্টার। পোস্টারে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যায় দক্ষিণী সুপারস্টার সুরিয়া শিবকুমারকে। ট্রাইবাল পোশাক, বোহেমিয়ান হেয়ারস্টাইল, হাতে আনত তলোয়ার তাঁর। একদিকে জ্বলছে অরণ্য, অন্যদিকে কংক্রিটের শহর। ছবির শিরোনাম ! স্টুডিও গ্রিনস পোস্টারটি প্রকাশ্যে এনে ক্যাপশনে লেখেন, “যেখানে অতীত এবং বর্তমানের সংঘর্ষ হয়, সেখানে একটি নতুন […]
দুবাইয়ে গ্রেফতার জনপ্রিয় পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খান! ভুয়ো খবর ছড়াতেই বিবৃতি দিয়ে সত্যি জানালেন পাক গায়ক
গ্রেফতার হলেন গায়ক রাহাত ফতেহ আলি খান। পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খানকে দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে মামলা করেছেন তাঁর সাবেক ম্যানেজার সলমন আহমেদ। জানা গেছে, রাহাতকে সংযুক্ত আরব আমিরশাহিতে থাকার সময় বুর্জ দুবাই থানায় আটক করা হয়েছিল। একাধিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন পাক গায়ক। এমনই সময় রাহাত তাঁর সাবেক […]
প্রকাশ্যে ‘লেডি সিংহম’ দীপিকা পাড়ুকোনের নয়া লুক
‘লেডি সিংহম’ দীপিকা পাড়ুকোনের নয়া লুক প্রকাশ্যে। দিন কয়েক আগে ছবির সেটে তাঁর গর্ভকালীন অবস্থার ছবি ফাঁস হয়ে যায়। তারপরেই নায়িকার নতুন লুক সামনে আনেন ছবির পরিচালক রোহিত শেট্টি। পুলিশের উর্দি গায়ে দীপিকা যেন সিংহি! রোহিতের দাবি, নায়িকা তাঁর কাছে পর্দা এবং বাস্তবে আসল হিরো। View this post on Instagram A post shared by Rohit […]