আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের একটি জংশনের নামকরণ হল ‘শ্রীদেবী চক’

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রীদেবীকে মরণোত্তর সম্মান দিতে চলেছে। এমন খবর শোনা যাচ্ছে। ভারতীয় ছবিতে তাঁর অবদান মনে রেখে আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের একটি জংশনের নামকরণ শ্রীদেবী চক রাখা হয়েছে। কারণ তিনি এখানকার গ্রিন একরস টাওয়ারে থাকতেন। স্থানীয় বাসিন্দারা প্রিয় অভিনেত্রীরকে শ্রদ্ধা জানাতে তাঁর নামে একটি জংশনের নাম রাখার আবেদন জানান। সেই আবেদনে মান্যতা দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন।

error: Content is protected !!